নাসির-মুমিনুলের ব্যাটে বড় জয়

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০১৭, ১৭:৩৭

ইমার্জিং এশিয়া কাপে টানা দুই জয় তুলে নিল বাংলাদেশ।কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৮৭ রানের বিরাট ব্যবধান নেপালকে হারিয়ে দেয় স্বাগতিকরা।এই জয়ে বাংলাদেশের পয়েন্ট দাঁড়ালো ৪। একই গ্রুপে থাকা পাকিস্তানের পয়েন্টও ৪। তবে রান রেটের ব্যবধানে শীর্ষে রয়েছে বাংলাদেশ।

সকালে টস হেরে ব্যাট করতে নেমে নাসির হোসেনের ১০৯ রানের দারুণ ইনিংস এবং অধিনায়ক মুমিনুলের ৬১ রানের চমৎকার ইনিংসের ওপর ভর করে ৯ উইকেট হারিয়ে ২৫৭ রান করে বাংলাদেশ অনুর্ধ্ব-২৩ দল।

২৫৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে স্পিনার রাহাতুল ফেরদৌসের স্পিন ও পেসার সাইফুদ্দিনের দারুণ বোলিংয়ে ৪২.৩ ওভারে মাত্র ১৭৪ রানেই শেষ হয়ে যায় নেপালের ইনিংস। দিপেন্দ্র সিং আরি সর্বোচ্চ ৫৬ রান করেন।৪৫ রানে ৪ উইকেট নেন রাহাতুল ফেরদৌস। সাইফ উদ্দিন পান ৩ উইকেট। এছাড়া পেসার আবুল হাসান রাজু ২ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ইনিংস: ২৫৭/৯ (৫০ ওভার)(সাইফ হাসান ৭, আজমির আহমেদ ০, মুমিনুল হক ৬১, মোহাম্মদ মিথুন ০, নাজমুল হোসেন শান্ত ৪, নাসির হোসেন ১০৯, আফিফ হোসেন ১৪, মোহাম্মদ সাইফউদ্দিন ১৩, রাহাতুল ফেরদাউস ৪, আবুল হাসান ২৯, নাসুম আহমেদ ১*; অভিনাশ কর্ন ৩/৪৬, মাহবুব আলম ১/২৫, সন্দ্বীপ লামিচানে ২/৪১, জ্ঞানেন্দ্র মাল্লা ১/৫১, দীপেন্দ্র সিং আইরি ১/৪০)

নেপাল অনুর্ধ্ব-২৩ ইনিংস : ১৭৪/১০ (৪২.৩ওভার) (আসিফ শেখ ১২, দিলিপ নাথ ৪২, দিপেন্দ্র সিং ৫৬, ভান্দারি ৩৩; সাইফুদ্দিন ৩/২২, রাহাতুল ফেরদৌস ৪/৪৫)।

ফল : বাংলাদেশ ৮৭ রানে জয়ী

(ঢাকাটাইমস/২৮মার্চ/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :