দৌলতদিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকর মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০১৭, ২২:৩১
অ- অ+
ফাইল ছবি

রাজবাড়ী জেলার দৌলতদিয়ায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে দৌলতদিয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোয়ালন্দ উপজেলার পৌর এলাকার রইচ ফকীরের ছেলে নির্মাণ শ্রমিক রেজাউল করিম রিয়াজ (১৭) ও দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে হারুন মোল্লা (৩৫)।

গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের বাঁশ ও কাঠ খুলতে দুই শ্রমিক ভেতরে নামে। কিছুক্ষণ পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে স্থানীয়রা দেখেন শ্রমিকরা ভেতরে মৃত অবস্থায় পরে আছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শ্রমিকের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

(ঢাকাটাইমস/০১এপ্রিল/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা