ঠাকুরগাঁওয়ে চুরির অপরাধে শিশুকে নির্যাতন

ঠাকুরগাঁও প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ১২:০২

ঠাকুরগাঁও শহরের রোড খানকাহ্ শরিফ এলাকায় মসজিদের টাকা চুরির অপরাধে সুমন নামের এক শিশুকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার ওই এলাকার কয়েকজন যুবক ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে বেধড়ক বেত্রাঘাত করে শিশুটিকে।

সরেজমিনে গিয়ে দেখা জানা গেছে, ইসলাম নগর এলাকায় ভ্যানচালক গোলাম হোসেনের ছেলে সুমন ওই এলাকায় মসজিদ থেকে টাকা চুরি করেছে বলে অভিযোগ উঠে। পরে এলাকার পৌর কাউন্সিলর নূর ইসলাম ছুটু শিশু সুমনকে ধরে নিয়ে আসেন। প্রথমে টাকা চুরির কথা অস্বীকার করলেও উত্তেজিত জনতার মারপিটের কারণে সুমন টাকা চুরির কথা স্বীকার করে। এ সময় শিশু সুমনের নির্যাতনে এলাকাবাসী ছুটে আসে স্কুলে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলেও উত্তেজিত জনতার কারণে নির্যাতিত শিশুটিকে উদ্ধার করতে পারেনি।

নির্যাতিত শিশু সুমন টাকা চুরি কথা স্বীকার করে জানান, আমি অভাবের কারণে চুরি করেছি। আমার ভূল হয়েছে। কিন্তু তারা আমাকে বাঁশ দিয়ে খুবই মেরেছে।

কাউন্সিলর নূর ইসলাম ছুটু জানান, মসজিদের টাকা চুরির কারণে তাকে ধরে আনা হয়েছে। উত্তেজিত জনতা তাকে কিছুটা মারপিট করেছে। টাকা উদ্ধার করে তাকে ওর পরিবারের কাছে ফেরত দেয়া হবে।

ঠাকুরগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক সাইফুল জানান, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। কাউন্সিলর নূর ইসলাম ছুটু নির্যাতিত শিশুটি তার পরিবারের কাছে ফেরত দেয়ার আশ্বাসে আমরা চলে আসি।

(ঢাকাটাইমস/০৪এপ্রিল/প্রতিনিধি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :