গরুর পা কেটে প্রতিশোধ!

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০১৭, ২১:৪৬
অ- অ+

ঝালকাঠির কাঠালিয়ায় পূর্ব শত্রুতার জেরে এক হতদরিদ্রের গরুর পা কেটে ফেলেছে এক প্রতিবেশি। উপজেলার ছোনাউটা গ্রামে রবিবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছোনাউটা গ্রামের ওয়াজেদ খানের ছেলে আনোয়ার হোসেনের একটি গাভী ঘাস খেতে খেতে ছলেমান গাজীর ছেলে হানিফ গাজীর জমিতে যায়। এ সময় হানিফ গাজী মাটি কাটার খোন্তা দিয়ে গাভীটির পা কেটে ফেলে।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. এস এম জিয়াউল হক জনান, গরুটির সামনের পায়ের রগ সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে। কিন্তু তা টিকবে না। ছিড়ে যাওয়ার সম্ভবানাই খুব বেশি। অনেক রক্তক্ষরণের কারণে গরুটির অবস্থা আশংকাজনক।

আনোয়ার হোসেনের স্ত্রী জানান, গরুটি আমাদের একমাত্র সম্বল। প্রতিদিন ১০ কেজি দুধ দেয়। দুধ বিক্রি করে আমাদের সংসার চলে। গরুটি মারা গেলে আমাদের অনাহারে দিন কাটাতে হবে।

এ ব্যাপারে মোবাইল ফোনে হানিফ গাজীর সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দিয়ে মোবাইল বন্ধ করে রাখেন।

(ঢাকাটাইমস/৪এপ্রিল/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা