শরীয়তপুরে ডোবা থেকে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ মে ২০১৭, ২০:২৮
অ- অ+

শরীয়তপুর সদর উপজেলায় নিখোঁজের ২০ দিন পর এক ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মোরশেদ ছৈয়াল (৩৫)।

বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে উপজেলার নড় বালাখানা গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরে পুলিশ লাশটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

পালং থানা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নড় বালাখানা গ্রামের গাছ ব্যবসায়ী মোরশেদ ছৈয়াল পহেলা বৈশাখের দিন রাত নয় টার পর থেকে নিখোঁজ ছিলেন।

এ ব্যাপারে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আজ বৃহস্পতিবার প্রতিবেশি জসিম মোল্যার বাড়ির নির্মাণ শ্রমিকরা দুর্গন্ধ পেয়ে বাড়ি সংলগ্ন ডোবায় উঁকি দিলে একটি লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পালং থানা পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বিকাল চায়টায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতের পরিবারের সাথে কথা বলেন।

এ ব্যাপারে নিহতের স্ত্রী রেহানা বেগম ঢাকাটাইমসকে বলেন, আমাদের কোনো শত্রু নেই। তবে ঐ দিন মোরশেদ যখন বাসা থেকে বের হয় তখন তার সাথে ৩০ হাজার টাকা ছিল। টাকার কারণে কেউ মেরে ফেলতে পারে। এসময় নিজের দুই শিশু সন্তানের জন্য তিনি কান্না করতে থাকেন।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মো. আবদুল হান্নান বলেন, স্থানীয়ভাবে খবর পেয়ে একটি জংলা থেকে নিখোঁজ ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/০৪মে/প্রতিনিধি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা