সাত বছর পর মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন আজ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০১৭, ০৮:৩৮
অ- অ+

দীর্ঘ সাত বছর পর সোমবার বহু কাঙ্ক্ষিত মাগুরা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। ইতিমধ্যে সম্মেলন ঘিরে সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাঠে সকাল ১০টায় সম্মেলন অনুষ্ঠিত হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম জানান, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমান এমপি। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সাবেক সভাপতি এ কে এম এনামুল হক শামীম, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, কামরুল লায়লা জলি এমপি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী ও পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল।

সর্বশেষ ২০১০ সালে ১১ অক্টোবর সম্মেলন ছাড়াই কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত কমিটিতে শেখ মো. রেজাউল ইসলামকে সভাপতি ও মীর মেহেদী হাসান রুবেলকে সাধারণ সম্পাদক করে মাগুরা জেলা ছাত্রলীগের কমিটি গঠিত হয়েছিল।

এবারের সম্মেলনে সভাপতি প্রার্থীরা হচ্ছেন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মীর মেহেদী হাসান রুবেল, যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সবুজ, সাংগঠনিক সম্পাদক ইসলাম আলী হোসেন মুক্তা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাব্বি ইসলাম সাগর।

এদিকে সাধারণ সম্পাদক হিসেবে বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক মো. জাহেরুল ইসলাম, তথ্য গবেষণা সম্পাদক নাহিদ খান, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মুন্না, দপ্তর সম্পাদক সজীব হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নাজমুল হোসেন, সদস্য শামছুর রহমান, সদস্য হামিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মনির হোসেনের নাম শোনা যাচ্ছে।

গোপন ব্যালটের মাধ্যমে সাংগঠনিক দক্ষতা ও ক্লিন ইমেজের অধিকারী ছাত্রনেতাদের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

(ঢাকাটাইমস/০৮মে/প্রতিনিধি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের ফটকে ময়লা ফেলে কর্মবিরতি
জরুরি অবস্থা ঘোষণায় লাগবে মন্ত্রিসভার অনুমোদন, সিদ্ধান্তে একমত রাজনৈতিক দলগুলো
শিল্প খাতের মহানায়ক, সাহসী উদ্যোক্তা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন
সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা