উত্তরা ফিন্যান্সের এজিএম ২২ মে

আর্থিক খাতের কোম্পানি উত্তরা ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড বার্ষিক সাধারণ সভার (এজিএম) আয়োজন করবে। আগামী সোমবার সকাল সাড়ে ১০টায় গুলশানের স্পেকট্রা কনভেনশন সেন্টারে এই সভার আয়োজন করা হবে। ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য এই সভার আয়োজন করবে উত্তরা ফিন্যান্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির রেকর্ড ডেট ছিল ১২ এপ্রিল।
২০১৬ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে উত্তরা ফিন্যান্সের পরিচালনা পর্ষদ। গেল হিসাব বছরে ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৪ টাকা ৪১ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়ায় ৪৫ টাকা ৪৯ পয়সা।
এদিকে চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ২ টাকা ২৪ পয়সা ইপিএস দেখিয়েছে উত্তরা ফিন্যান্স, যা গত বছর একই সময় ছিল ২ টাকা ১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ৪৭ টাকা ৭৩ পয়সা।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় উত্তরা ফিন্যান্স।
ঢাকাটাইমস/২০মে/এমআর
সংবাদটি শেয়ার করুন
অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত
অর্থনীতি এর সর্বশেষ

পাঁচ শতাংশ প্রণোদনা চায় বিজিএমইএ

বৈষম্য দূর করতে পারিনি, এটা স্বীকার করি: পরিকল্পনামন্ত্রী

স্পিড নিয়ে এল ‘বাংলায় লিখি বাংলায়’ প্রতিযোগিতা

৩৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ-জার্মান চুক্তি

পাঁচ ব্যাংকারসহ সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র দুদকের

‘প্রবাসীরাই অর্থমন্ত্রী’

শেয়ার কারসাজির অভিযোগে দুই কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

হাবের সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের চুক্তি

রাজশাহী রেশম কারখানায় চালু হচ্ছে আরও ৫ লুম
