কলাপাড়ায় চার হাজার ইয়াবাসহ নারী আটক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ জুন ২০১৭, ২২:১৯

পটুয়াখালীর কলাপাড়ায় তিন হাজার ৯৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফাতেমা বেগম নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার মহিপুর থানার ফ্রেন্ডশিপ ক্লিনিকের সামনে থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার ফাতেমা বেগমকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, মহিপুর থানার পুলিশ গোপন সাংবাদে বরিশালগামী বাসে ওঠার সময় ইয়াবাভর্তি একটি ভ্যানিটি ব্যাগসহ ফাতেমাকে আটক করে। এ সময় আবুল হোসেন নামে তার এক সহযোগী পালিয়ে যায়। দীর্ঘদিন ধরে আলীপুরের পান্না মোল্লার বাড়িতে তারা একটি ঘর ভাড়া নিয়ে বসবাস করে আসছিল। তাদের দুজনের বাড়ি কক্সবাজারে। ওইসব ইয়াবা মহিপুর এবং কুয়াকাটায় ব্যবসার জন্য এনেছিল।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়ে ফাতেমাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(ঢাকাটাইমস/১জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :