গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতা নিহত

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০১৭, ১১:৫৩
অ- অ+

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এসময় আহত হয়েছেন আরও তিনজন।

নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- পিকআপ চালক কাজল মিয়া, হেলপার শফিকুল ইসলাম ময়না ও অজ্ঞাত পরিচয় আরও একজন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক দিয়ে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৬জুন/প্রতিনিধি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাধবপুর উপজেলা আ.লীগের নেতা গ্রেপ্তার  
চট্টগ্রামের টেস্ট: প্রথম দিন শেষে স্বস্তিতে বাংলাদেশ, তাইজুলের ফাইফার
যশোরে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার
আখাউড়ায় কৃষি ব্যাংকে রেমিট্যান্স পাঠিয়ে উপহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা