গাজীপুরে সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতা নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রফিকুল ইসলাম নামে এক সবজি বিক্রেতা নিহত হয়েছেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এসময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত রফিকুল ইসলাম ময়মনসিংহের হালুয়াঘাট থানার কিসমত নড়াইল গ্রামের আসিম উদ্দিনের ছেলে। আহতরা হলেন- পিকআপ চালক কাজল মিয়া, হেলপার শফিকুল ইসলাম ময়না ও অজ্ঞাত পরিচয় আরও একজন। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার মেঘনা সাইকেল কারখানার সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন দিক দিয়ে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং পিকআপ যাত্রী রফিকুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় পিকআপ চালক ও সহকারীসহ তিনজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ঢাকাটাইমস/৬জুন/প্রতিনিধি/জেডএ)

মন্তব্য করুন