ফটিকছড়িতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

ফটিকছড়ি (ঢাকাটাইমস) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৫ জুন ২০১৭, ২১:০৪
ফাইল ছবি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়নে মফিজুর রহমান নামের এক নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ইউপির হাদি বাদশা আউলীয়ার মাজারের দক্ষিণ পাশের রাস্তার কালভার্টের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মফিজুর উপজেলার ভূজপুর থানাধীন বড়বিল গ্রামের কোব্বাত হাজী বাড়ীর জনৈক নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মফিজুর রহমান বিগত সাত বছর ধরে পৌর সভার দক্ষিণ রাঙ্গামাটিয়া জুলাভিটা তার শ^শুরবাড়িতে ঘরজামাই থাকেন। গত ১৩ জুন মঙ্গলবারে ঘর থেকে বের হলে আর ফিরে আসেনি। বন্যার পানি নিমে যাবার পর স্থানীয় হাবিবুল্লাহ সকালে মাছ ধরতে গেলে বন্যার পানিতে মফিজুর রহমানের লাশ দেখতে পান। পরে নিহতের স্ত্রী ফাতেমা বেগম খবর পেয়ে লাশ শনাক্ত করেন।

ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

(ঢাকাটাইমস/১৫জুন/প্রতিনিধি/ইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :