ঢাবির ৬৬৪ কোটি টাকার বাজেট

ঢাবি প্রতিনিধি
  প্রকাশিত : ১৭ জুন ২০১৭, ১৪:১৩
অ- অ+
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার প্রস্তাবিত রাজস্ব ব্যয় অনুমোদন করেছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চোধুরী সিনেট ভবনে ২০১৭-১৮ অর্থবছরের এই অনুমোদিত মূল বাজেট সিনেটের অধিবেশনে উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড.মো. কামাল উদ্দিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো: আখতারুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মো. এনামুজ্জামান। এছাড়া সিনেট সদস্য, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৭-১৮ বাজেট অধিবেশনের শুরুতে অভিভাষণ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিনেটের অধিবেশনের সভাপতি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

বাজেট উপস্থাপনের শুরুতে উপাচার্য আরেফিন সিদ্দিক দেশের বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। দেশের উন্নয়নে তাদের অবদান গভীরভাবে স্মরণ করেন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৭-২০১৮ অর্থবছরের জন্য সিন্ডিকেট ৬৬৪ কোটি ৩৭ লাখ টাকার প্রস্তাবিত রাজস্ব ব্যয় অনুমোদন করেছে। এরমধ্যে বেতন ও ভাতা খাতে ৪১৬.০৭ কোটি টাকা ব্যয় হবে, যা ব্যয়ের ৬২.৬৩%। এই বাজেটে শিক্ষা সহায়ক খাতে ১০.৬৬%, পেনশন খাতে ১৫.৯৬% এবং সাধারণ আনুষঙ্গিক খাতে ৭.২৯% ব্যয় ধরা হয়েছে। প্রস্তাবিত ৬৬৪ কোটি টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ৪২.৫৫ কোটি টাকা পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/১৭জুন/ঢাবি/জেডএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা