নাটোরে ট্রাকের ধাক্কায় লরিচালক নিহত

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ১৭:৩৬
অ- অ+

নাটোরের বড়াইগ্রামের বনপাড়ায় ট্রাকের ধাক্কায় জ্বালানি তেলবাহী ট্যাংক লরির চালক আমজাদ আলী নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার কালিকাপুর ফজলিতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমজাদ আলী কুষ্টিয়ার কাঁটাজোলা গ্রামের মৃত আনছার আলী শেখের ছেলে। বর্তমানে তেলবাহী ট্যাংক লরিটি পুলিশ হেফাজতে রয়েছে।

বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন সাহা জানান, সকালে নাটোর থেকে কুষ্টিয়াগামী যমুনা অয়েল লিমিটেডের জ্বালানি তেলবাহী একটি ট্যাংক লরি বড়াইগ্রামের বনপাড়ার কালিকাপুর ফজলিতলা এলাকায় পৌঁছালে লরির পেছনের চাকায় কোন সমস্যা হয়। এ সময় চালক লরি থেকে নেমে চাকা পরীক্ষা করছিলেন। এসময় নাটোরমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লরির চালক আমজাদ আলীর মৃত্যু হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যায় এবং ট্যাংক লরিটি উদ্ধার করে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে রাখা হয়।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাতারের আমিরকে ধন্যবাদ জানিয়ে পত্র তারেক রহমানের
বিএনপির সমাবেশে সাংবাদিক পরিচয়ে শিবিরকর্মী!
৫ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
হঠাৎ অসুস্থ লুৎফুজ্জামান বাবর, নেওয়া হয়েছে হাসপাতালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা