জামালপুরে জেলা প্রশাসনের ইফতার মাহফিল

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৮ জুন ২০১৭, ২০:৩২
অ- অ+

রাজনীতিবিদ, বিচারক, প্রশাসনের কর্মকর্তা সাংবাদিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সম্মানে জামালপুর জেলা প্রশাসন রবিবার সার্কিট হাউজে এক ইফতার মাহফিলের আয়োজন করে।

জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক ভূমিমন্ত্রী ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম হীরা এমপি বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহম্মেদ চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মো. আতিকুর রহমান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, সিভিল সার্জন ডা. মোশায়ের উল ইসলাম রতন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আমানউল্লাহ আকাশসহ স্থানীয় রাজনৈতিক, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন কাচারী শাহী জামে মসজিদের ঈমাম মাওলানা মো. মাউসুদুর রহমান।

(ঢাকাটাইমস/১৮জুন/প্রতিনিধি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
শহীদ জিয়া’র মাজার এলাকায় ‘আমরা বিএনপি পরিবার’-এর পরিচ্ছন্নতা অভিযান
ভালুকায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সুরতহাল, ময়নাতদন্ত ছাড়াই গোপালগঞ্জে সহিংসতায় নিহতদের দাফন-সৎকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা