নাটোরে হামলা: তিন যুবলীগ নেতা বহিষ্কার

নাটোর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২০ জুন ২০১৭, ১০:২৯

নাটোর সিংড়া উপজেলার আনোলিয়া গ্রামবাসীর ওপর যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় তিন যুবলীগ নেতাসহ চারজনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে সিংড়া উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরানের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘আওয়ামী যুবলীগের কতিপয় কর্মী দ্বারা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উত্থাপিত হয়েছে। অভিযোগেরভিত্তিতে সিংড়া উপজেলা আওয়ামী লীগের কর্মী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন সম্রাট, সহ-সম্পাদক মুর্শেদুর রহমান ইনোক এবং সহ-সম্পাদক মো. শাহীনকে সকল প্রকার দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদকদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে। এছাড়া হামলার সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বণি আহম্মেদের সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।’

পূর্ববিরোধের জের ধরে রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে আনোলিয়া গ্রামবাসী ৫ থেকে ৬টি নমিসন নিয়ে উপজেলা সদরে আসছিল। এ সময় খবর পেয়ে জলারবাতা এলাকায় যুবলীগ কর্মী সম্রাট ও কাওছার হোসেনের নেতৃত্বে ১৫-২০ জনের বাহিনী নসিমন গতিরোধ করে ধারালো অস্ত্র, রড ও লাঠি দিয়ে গ্রামবাসীকে গণপিটুনি দেয়। এসময় অন্তত ২০ জন আহত হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। ঘটনার পরপরই স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রামবাসীকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান ও চিকিৎসার ব্যবস্থা করেন।

পরে আনোলিয়া গ্রামবাসীদের ওপর হামলার ঘটনায় ১৮ জনের নামে থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় এজাহারভুক্ত আসামি বাঁধন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা স্বীকার করে বলেন, ১৭ থেকে ১৮ জনের নামে আনোলিয়া গ্রামাবাসী থানায় একটি মামলা করেছে। ইতোমধ্যে মামলার এজাহারভুক্ত আসামি বাঁধন নামে এক যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য তল্লাশি অব্যাহত রাখা হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে সোমবার দুপুরে উপজেলার আনোলিয়া গ্রামে যান সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ও প্রতিমন্ত্রী পলকের ব্যক্তিগত সহকারী রুহুল আমীন, শেরকোল ইউনিয়নের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদারসহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

যুবলীগ নামধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এরই প্রেক্ষিতে সোমবার যুবলীগের তিন নেতাকে বহিষ্কারে সিদ্ধান্ত নেয় এবং জেলা যুবলীগের কাছে সুপারিশ করেন সিংড়া উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/২০জুন/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :