জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয়: বেনজির

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০১৭, ১৭:৩৪ | প্রকাশিত : ২৩ জুন ২০১৭, ১৭:২৭
ফাইল ছবি

জননিরাপত্তার স্বার্থে জাতীয় ঈদগাহ ও জাতীয় মসজিদে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনতে মুসল্লিদের অনুরোধ করেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে ঈদগাহের প্রবেশদ্বারে অনেকগুলো ডিভাইস স্থাপন করা হবে। যে কারণে ঈদের নামাজে মুসল্লিদের শুধুমাত্র জায়নামাজ নিয়ে আসার অনুরোধ করছি। এর পাশাপাশি প্রয়োজন ছাড়া খাবার পানি না আনারও অনুরোধ করেন তিনি।

শুক্রবার বিকাল তিনটার পর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

র‌্যাবের মহাপরিচালক বলেন, ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়ায় এবার রমজানে আল্লাহর রহমতে কোনো সমস্যা হয়নি। আগামী ২/৩ রোজাতেও আশানুরুপ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

বেনজির আহমেদ বলেন, জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতিসহ অনেক মন্ত্রী ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা আসবেন। সব মুসল্লির নিরাপত্তার জন্য জায়নামাজ ছাড়া অন্যকিছু আনাকে নিরুৎসাহিত করা হচ্ছে।

এছাড়া যারা গাড়ি নিয়ে জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসবেন তাদের দূরে গাড়ি পার্কিং করার পরামর্শ দেন তিনি।

ঘরমুখো মানুষের ঈদ যাত্রাকে সন্তোষজনক দাবি বরে র‌্যাব প্রধান বলেন, অন্যবারের তুলনায় এবারের ঈদযাত্রায় সড়কে ভোগান্তি কম দেখা গেছে। জনভোগান্তি কমাতে র‌্যাব-পুলিশসহ অন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।

ঢাকাটাইমস/২৩জুন/এমআর

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সরকারের জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস করেছে: প্রধানমন্ত্রী

মাদকের নতুন ডিজি মোস্তাফিজুর রহমান 

সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৪৫৬

কমলা ভাসিন অ্যাওয়ার্ডের জন্য বাংলাদেশিদের আবেদনের আহ্বান

কাদের সাহেবরা বিভ্রান্তি ছড়াচ্ছে: রিজভী

যুক্তরাষ্ট্র সামনের দিকে তাকাতে চায়, পেছনে নয়: ডোনাল্ড লু

অর্থমন্ত্রী করোনায় আক্রান্ত

মোটরযানের গতিসীমা নির্দেশিকা সড়কে দুর্ঘটনা কমাবে: রোড সেফটি কোয়ালিশন

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ ‘অভাবনীয়’ উন্নতি করেছে: ইউএনএফপিএ

উদ্ভাবনে উপকৃত হবেন কৃষকরা, উৎপাদন বাড়বে ফসলের: কৃষিমন্ত্রী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :