কুমিল্লায় কিশোর খুন

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুলাই ২০১৭, ০৯:৪১

কুমিল্লার মনোহরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ইউছুফ কাজী (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার লালচাঁদপুর গ্রামে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।

নিহত ইউছুফ কাজী লালচাঁদপুর গ্রামের ওয়াজেদ কাজীর ছেলে। হত্যার ঘটনায় অভিযুক্তের নাম রহমত উল্লাহ (১৫)। সে একই গ্রামের আবুল বাশারের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং রুহুল আমিনের ছেলে মো. সোহেল (২০)। তাদের স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা গেছে, মঙ্গলবার রাতের এশার নামাজের পর লালচাঁদপুর গ্রামের আশ্রয় কেন্দ্র সংলগ্ন ব্রিজের ওপর বসে কথা বলছিলেন চারজন। এর একপর্যায়ে অভিযুক্ত রহমত উল্লাহ কোমর থেকে ছুরি বের করে ইউছুফ কাজীর বুকে আঘাত করে। রহমতকে বাধা দিতে গেলে ছুরির আঘাতে আরও দুইজন আহত হন। আহতদের মধ্যে ইউছুফকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামছুজ্জামান। তিনি বলেন, প্রেম সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্ত রহমত উল্লাহ পলাতক রয়েছে। তাকে আটক করলেই মূল কারণ জানা যাবে। মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

ঢাকাটাইমস/৫জুলাই/প্রতিনিধি/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :