গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম, সম্পাদক আমান

আগামী তিন বছরের জন্য গাজীপুর মহানগর তাঁতী লীগের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। এতে শাহ আলমকে সভাপতি ও শাহ মো. আমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার তাঁতী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. শওকত আলী ও সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি জামাল খান, যুগ্ন সাধারণ সম্পাদক একরাম সরকার ও মো. ওসমান গনি।
এর আগে গত শুক্রবার টঙ্গীর মায়াবন কমিউনিটি সেন্টারে গাজীপুর মহানগর তাঁতী লীগের সম্মেলন হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আক্তারুজ্জামান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ প্রমুখ। সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক পদে দুইজনের নাম প্রস্তাব করেন কাউন্সিলররা।
(ঢাকাটাইমস/৮জুলাই/আইআর/জেডএ)

মন্তব্য করুন