উত্ত্যক্তের প্রতিবাদ, মুলাদী কলেজের দুই প্রভাষক আহত

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ২২:৫৭ | প্রকাশিত : ০৮ আগস্ট ২০১৭, ২০:৫১

বরিশালের মুলাদী সরকারি কলেজে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের হামলায় দুই প্রভাষক আহত হয়েছেন।

মঙ্গলবার কলেজ চলাকালে এই ঘটনা ঘটে। কলেজ অধ্যক্ষ মুলাদী থানায় বখাটে শাওন ফকিরকে (২৪) প্রধান করে ১০ জনের বিরুদ্ধে এই ঘটনায় মামলা করেছেন।

আহত দুই প্রভাষক হলেন ইতিহাস বিভাগের আ. আলীম ও বাংলা বিভাগের হাফিজ আহমেদ। এদের মধ্যে আ. আলীমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে।

হামলায় নেতৃত্বদানকারী শাওন ফকির উপজেলার তেরোচর গ্রামের দেলোয়ার ফকিরের পুত্র।

মুলাদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন বলেন, বখাটে শাওন ফকির কলেজে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করলে বাংলা বিভাগের প্রভাষক হাফিজ আহমেদ বাধা দেন। এটা নিয়ে তারা শিক্ষকের সঙ্গে হাতাহাতিতে লিপ্ত হয়। এসময় কলেজের শিক্ষার্থীরা শাওনকে মারধর করে। এর কিছুক্ষণ পর শাওন তার লোকজন নিয়ে কলেজে আবার হামলা চালালে ইতিহাস বিভাগের প্রভাষক আ. আলীম আহত হন এবং কলেজের শ্রেণিকক্ষের বেঞ্চ ভাঙচুর করে।

অধ্যক্ষ আরও বলেন, এঘটনায় বখাটে প্রধান শাওন ফকিরকে অভিযুক্ত করে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

মুলাদী থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান বলেন, অধ্যক্ষ মামলা করেছেন। বখাটেদের ধরতে পুলিশের টিম মাঠে রয়েছে।

(ঢাকাটাইমস/০৮আগস্ট/টিটি/জেবি)

সংবাদটি শেয়ার করুন

অপরাধ ও দুর্নীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অপরাধ ও দুর্নীতি এর সর্বশেষ

উখিয়ায় আরসার আস্তানা থেকে বিপুল অস্ত্র গ্রেনেড ও রকেট শেল উদ্ধার, গ্রেপ্তার ২

৪ কোটি টাকা দুর্নীতি, এলজিইডির সাবেক প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

আনসারুল্লাহ বাংলা টিমের ২ সক্রিয় সদস্য গ্রেপ্তার

জঙ্গি সংগঠনে জনবল দিতেন ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা, ডিবির হাতে ধরা

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৬

১০৯ কোটি টাকা আত্মসাৎ: ইউসিবিএলের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা

জাল সনদে চাকরি: মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন: ঢাকার জেলা রেজিস্ট্রার অহিদুল ইসলাম সাময়িক বরখাস্ত

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

বহিষ্কৃত কাউন্সিলর শিপলুর বিরুদ্ধে তদন্তে নেমেছে দুদক

এই বিভাগের সব খবর

শিরোনাম :