সরকারকে প্রশ্নবিদ্ধ করতে এই রায়: এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:১০ | প্রকাশিত : ১৭ আগস্ট ২০১৭, ২০:০৯

সরকারকে প্রশ্নবিদ্ধ করতে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০১৭ পালন”শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সন্দেহ প্রকাশ করেন মন্ত্রী।

এলজিআরডি মন্ত্রী বলেন, ‘সাধারণভাবে এটা (রায়) জজ সাহেবরা দিতে পারেন। এটা তাদের এখতিয়ার। সাংবিধানিক ক্ষমতা। তাই বলে অমুক কাঁচা, অমুক অপরিপক্ব; অমুকে যোগ্য অমুকে অযোগ্য- এটা বলার অধিকার তো তাদের দেয়া হয় নাই।’

মন্ত্রী নিজের কর্মজীবনের কথা উল্লেখ করে বলেন, ‘আমার বয়স ৭৭ বছর। ১৭ বছর জাতিসংঘে কাজ করেছি। আর এখন আমি হয়ে গেলাম অপরিপক্ব।’

এ সময় মন্ত্রী রায়ের উদ্দেশ্য নিয়ে সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, ‘এভাবে ঢালাও কথা বলা, বিতর্ক সৃষ্টি করা সুচিন্তিত অভিমত হতে পারে না। কিংবা এটা সুচিন্তিত মতামত সরকারকে প্রশ্নবিদ্ধ করার। এটি হচ্ছে ধান বানতে শিবের গীত গাওয়ার মতো।’

মানুষ বিচারকদের কাছে অধিকতর দায়িত্বশীলতা আশা করে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা রাজনীতি করি। নানা রকম বক্তব্য দেই। বেফাঁস কথা বলতে পারি। কিন্তু আপনারা (বিচারকরা) তো বলতে পারেন না।’

এলজিআরডি মন্ত্রী শোক দিবসের আলোচনায় বলেন, বঙ্গবন্ধুকে ১৯৭৫ সালে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু জাতির জনককে হত্যা করা হলেও তার আদর্শকে নিশ্চিহ্ন করা সম্ভব না। বরং জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত্ বঙ্গবন্ধু বহুগুণ বেশি শক্তিশালী।’

পৃথিবীর অধিকাংশ খ্যাতিমান ব্যক্তি আততায়ীর হাতে মারা গেছেন বলে উল্লেখ করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করাটা ছিল পূর্বপরিকল্পিত। এমন পরিবেশ ওই সময় সৃষ্টি করা হয়েছিল যাতে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। ২১ বছর তার নামটা পর্যন্ত নেয়া যায়নি। কিন্তু ষড়যন্ত্রকারীরা জাতির জনককে নিশ্চিহ্ন করতে পারেনি। তার আদর্শ বেঁচে থাকবে অনন্তকাল।’

স্বাধীনতাবিরোধী চক্র যারা বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্র করেছিল, তারা আজও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয় সরকারমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব ইকরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব মাফরূহা সুলতানা, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্ট সংস্থা ও দপ্তর প্রধানরা।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর দীর্ঘ ২১ বছর দেশকে ধ্বংস করার অপচেষ্টা চালানো হয়েছিল। অনেক সংগ্রাম, ত্যাগের বিনিময়ে শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করেছিলেন। দেশে গণতন্ত্র ও সুশাসন ফিরিয়ে এনেছিলেন। সংবিধান ও সংসদকে কার্যকর ও গতিশীল করেছিলেন।’

বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত সংবিধানের আলোকে দেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আজ সংসদকে অপরিপক্ব বলতেও অনেকে দ্বিধা করছে না। সংসদ যদি অপরিপক্ব হয় তাহলে তো দেশই অপরিপক্ব। এ ধরনের কমেন্ট সুচিন্তিত অভিমত নয়।’ তিনি বলেন, বাংলাদেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।

মন্ত্রী তার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দারিদ্র্য বিমোচনের দায়িত্ব এই মন্ত্রণালয়কে পালন করতে হবে। দারিদ্র্য বিমোচনে সমবায় ও ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসেবে বার্ড, কুমিল্লা-এর অবদান উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ঋণের প্রবক্তা হিসেবে নোবেল পুরস্কার বার্ডের পাওয়া উচিত ছিল। আমরা তখনই জাতির পিতার শোক পালন করতে পারবো, যখন তাঁর স্বপ্ন বাস্তবায়ন করতে পারবো।’

অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা ও ১৫ আগস্টের সব শহীদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

(ঢা্কাটাইমস/১৭আগস্ট/এমএম/মোআ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ: আইএইএ প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী

রেয়াতি সুবিধা বাতিলের প্রতিবাদ, রেলের ভাড়া বাসের চেয়ে কম রাখার দাবি

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের সঞ্চালন লাইন চালু, ৩ জেলায় সতর্কতা 

বাড়ল হজ ভিসার আবেদনের সময়

উপজেলা নির্বাচন: দ্বিতীয় ধাপে প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন আজ

ঝড়ের আশঙ্কায় সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত

পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত বিষয়সমূহ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে: পরিবেশমন্ত্রী

উপজেলা নির্বাচন পর্যবেক্ষণে ইসির মনিটরিং টিম

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে: এডিবির আবাসিক প্রধান

থাইল্যান্ড সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :