মঠবাড়িয়ায় কাঁচা সড়ক, এলাকাবাসীর চরম ভোগান্তি

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর)
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৫

পিরোজপুরের মঠবাড়িয়ার টিকিকাটা ইউনিয়নে গ্রামীণ জনপথের একটি জনগুরুত্বপূর্ণ তিন কিলোমিটার রাস্তা পাকা না করার কারণে শিক্ষার্থীসহ চার গ্রামের কয়েক হাজার মানুষ চলাচলে চরম দুর্ভোগে পড়েছেন। প্রায় অর্ধশত বছরের অধিক পেরিয়ে গেলেও এ এলাকায় উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি বলে অভিযোগ স্থানীয়দের। এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এই রাস্তাটি চলাচলের উপযোগী করে তুলতে বহুবার আবেদন-নিবেদন করা হলেও কোনো সুফল পাওয়া যায়নি। ভুক্তভোগীরা জনপ্রতিনিধিদের কাছ থেকে আশ্বাস পেতে পেতে আশা ছেড়ে দিয়ে বর্ষা মৌসুমে প্রায় হাঁটুসমান কাদার মধ্য দিয়েই ওই রাস্তা দিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানায়, উপজেলার টিকিকাটা ইউনিয়নের বাইশকুড়া বাজার থেকে বাদল মেম্বর বাড়ি হয়ে মানিক খাঁর দোকান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তাটি পাকাকরণের অভাবে বর্ষা মৌসুমে কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচলরত স্কুল, কলেজের শিক্ষার্থীসহ এলাকাবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বিশেষ করে প্রাথমিকে পড়ুয়া কোমলমতি শিশু শিক্ষার্থী এবং জরুরি প্রসূতি রোগীদের পড়তে হয় সীমাহীন ভোগান্তিতে। এছাড়াও এ অঞ্চলের বেশকিছু মৎস্য, পোল্ট্রি খামার ও উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দা মৎস্য খামারি মো. বজলুর রহমান বলেন, তারা দীর্ঘ দিন যাবত কষ্টে আছেন। বর্ষার দিনে রাস্তা তো দূরের কথা একমাত্র খালটি সংস্কারের অভাবে নৌকা দিয়েও খামারের পণ্য আনা-নেয়া করতে পারছেন না। ওই রাস্তায় রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

এ বিষয়ে টিকিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রিপন জমাদ্দার দুর্ভোগের কথা স্বীকার করে বলেন, রাস্তাটি জনগণের চলাচলের উপযোগী করে তোলার জন্য দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে ভোট গণনার পর সংঘর্ষ, পুলিশের গুলিতে ইউপি সদস্য প্রার্থীর সমর্থক নিহত

বহিষ্কৃত প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে: সেলিম ভূইয়া

নোয়াখালীতে গরমে অসুস্থ এক শিক্ষক ও ১৪ শিক্ষার্থী

জয়পুরহাটে জামায়াত-শিবিরের ৬১ নেতাকর্মী কারাগারে

হিট স্ট্রোকে মাদারীপুরে ব্যবসায়ী ও কৃষকের মৃত্যু

সালথায় তীব্র গরমে অসুস্থ স্কুলের ১৩ শিক্ষক-শিক্ষার্থী 

আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া আসামি ঢাকায় গ্রেপ্তার

শতকোটি ব্যয়ে রংপুরে হচ্ছে ৪৬০ বেডের ক্যানসার, কিডনি ও হৃদরোগ হাসপাতাল

তীব্র খরার পুড়ছে পাটক্ষেত, পাতালেও মিলছে না পানি! দিশেহারা কৃষক

চাঁদপুরে প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :