বরিশালে চুরির অভিযোগে শিশু নির্যাতন

ব্যুরো প্রধান, বরিশাল
 | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৭, ১৪:০৯

বরিশালের মুলাদী উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে শাওন নামে ১৩ বছরের এক দরিদ্র শিশুকে প্রচণ্ড নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় আটক হয়েছে দুইজন। নির্যাতনের ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

২১ অক্টোবর চর শফিপুর গ্রামের সমিতির হাট এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির হাত বেঁধে নির্যাতনের সময় দৃশ্যটি সেখানে উপস্থিত কেউ একজন মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করে। পরে ওই ভিডিওতে দেখা যায়- বিভিন্ন বয়সের ২৫/৩০ জন মানুষের উপস্থিতিতে জনৈক ব্যক্তি তাকে কাঠ দিয়ে পেটাচ্ছে এবং শিশুটি চিৎকার করছে।

এই ভিডিওটি বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপ-পরিচালকের (বাসক) হাতে পৌঁছুলে তিনি বরিশালের পুলিশ সুপার বরাবরে এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, শাওন চর শফিপুরের নানাবাড়িতে এসেছিল। মোবাইল চুরির অভিযোগে তাকে স্থানীয় কিছু লোক নির্মম নির্যাতন করে। তার বাবা নেই। মা ঢাকায় গৃহ পরিচারিকার কাজ করে।

এ অবস্থায় বিষয়টি আমলে নিয়ে শাওনকে খুঁজে বের করা এবং নির্যাতনকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন বাসক-এর উপ-পরিচালক।

পুলিশ সুপার অভিযোগ পেয়ে মুলাদী থানার ওসিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিলে বুধবার রাতে সবুজ ও মহসিন নামে দুজনকে আটক করে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার মুলাদী থানায় এ ব্যাপারে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বরিশালের উপ-পরিচালক সোহেল সরদার বাদী হয়ে মামলা করেছেন।

পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা করা হয়েছে। পাশাপাশি আটক করা হয়েছে দুইজনকে। এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/টিটি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

উপজেলা নির্বাচন: চর্তুমুখী লড়াই হবে কলাপাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে 

নওগাঁয় শোভা ছড়াচ্ছে সোনালু

সালথায় ‘হত্যাচেষ্টা ও ছিনতাই’য়ের মামলায় কারাগারে ইমাম, মুক্তির দাবি পরিবারের

জাজিরায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগ

র‌্যাব হেফাজতে নারীর মৃত্যু: মামলা নিয়ে ওসি ও স্বাস্থ্য কর্মকর্তার পরস্পর বিরোধী বক্তব্য

লংগদুতে ইউপিডিএফ সদস্যসহ দুইজনকে গুলি করে হত্যা

টাঙ্গাইলে ধান কাটার সময় বজ্রাঘাতে দুই ভাইয়ের মৃত্যু, আহত ৪

সাতক্ষীরায় ধানবোঝাই ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ৭

সিলেটে বজ্রপাতে যুবকের মৃত্যু

শেরপুরে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল দুই বন্ধুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :