রসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর প্রতি বৈষম্যের অভিযোগ

রফিকুল ইসলাম রফিক, ঢাকাটাইমস
| আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ২১:১৯ | প্রকাশিত : ১৪ ডিসেম্বর ২০১৭, ২০:৪৩

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী কাওসার জামান বাবলার প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব উন নবী খান সোহেল।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সোহেল বলেন, ‘আমাদের প্রার্থী লেভেল প্লেয়িং ফিল্ড পাচ্ছেন না। এটা অনাকাক্সিক্ষত। আমরা তা প্রত্যাশা করি না।’ এই নির্বাচন বর্তমান কমিশনের জন্য একটি এসিড টেস্ট বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির প্রার্থীর প্রতি নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করে সোহেল বলেন, ‘ভোটের দিন কী হবে আমরা জানি না। তবে আমরা বিশ্বাস করি, নিরপেক্ষ নির্বাচন হলে এবং জনগণ ভোট দেয়ার সুযোগ পেলে মহাজোটের দুঃশাসনের বিরুদ্ধে বিএনপির প্রার্থীকে ভোট দেবে মানুষ।’

নির্বাচন কমিশনের প্রতি তাদের কোনো আস্থা নেই বলে উল্লেখ করেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। সোহেল বলেন, ‘রংপুর সিটি করপোরেশন নির্বাচন তাদের (ইসি) জন্য এসিড টেস্ট। যদি তারা একটি ভালো ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারে তাহলে কিছুটা আস্থা তৈরি হলেও হতে পারে।’

একটি পরিচ্ছন্ন নির্বাচন এবং ভোটারদের রায় যাতে প্রতিফলিত হয় সেই দাবি জানিয়ে সোহেল বলেন, ‘আমরা চাই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যেখানে সব প্রার্থী সমান সুযোগ পাবেন, ভোটারদের রায় টুইস্ট করে ভিন্নভাবে প্রবাহিত করার চেষ্টা হবে না।’

বিএনপির নেতা বলেন, ‘সুষ্ঠু নির্বানের জন্য আমরা সেনাবাহিনী চেয়েছিলাম। যেখানে ৬৫ ভাগ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ সেখানে সেনাবাহিনী দেয়া উচিত। আমাদের প্রত্যাশা ছিল কমিশন আমাদের দাবিটি গুরুত্বের সাথে গ্রহণ করবে। কিন্তু আমরা হতাশ হয়েছি।’

আজই বিকেলে রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজ অডিটোরিয়াম হল রুমে ইভিএম মেশিনে ভোট দেয়ার প্রক্রিয়া সম্পর্কে জানানোর কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

ইভিএম নিয়ে বিএনপির এই কেন্দ্রীয নেতার দাবি, ‘সব সময় এর বিপক্ষে ছিলাম এখনো আছি। ইভিএম দ্বারা জনমত প্রকাশিত হয় না। ইভিএম দ্বারা জনমত প্রকাশ ভিন্ন পথে নেয়া খুবই সহজ।’

(ঢাকাটাইমস/১৪ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

গরমে অতিষ্ঠ জনসাধারণের মাঝে জাপার পানি ও স্যালাইন বিতরণ

প্রধানমন্ত্রী ফ্যাসিবাদী শাসকগোষ্ঠীর রোল মডেল, অভিযোগ রিজভীর

নেত্রীর জন্য জান নয়, সিদ্ধান্ত মানুন: দীপু মনি

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ায় বিএনপি, আ. লীগ করে চুরি: ইশরাক

লুটপাট লুকিয়ে রাখতে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা: রিজভী

জাতীয় পার্টি কোন চাপে নির্বাচনে এসেছে তা বলতে হবে: ওবায়দুল কাদের

শেখ জামালের সমাধিতে আ.লীগের শ্রদ্ধা

ভোটবিহীন সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে: মুজাহিদুল ইসলাম

কারাবন্দি নেতাদের বাসভবনে বিএনপি নেতা সালাম

ডা. জাফরুল্লাহ চৌধুরীর মতো ব্যক্তিদেরকে নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা উচিত: ভিপি নুর

এই বিভাগের সব খবর

শিরোনাম :