কাল থেকে গাজীপুরে রোভার মুট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৭, ১৩:২৬ | প্রকাশিত : ২৫ ডিসেম্বর ২০১৭, ১২:৫৬

আগামীকাল ২৬ ডিসেম্বর থেকে গাজীপুরের বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হচ্ছে ছয়দিনের ১৮ তম আঞ্চলিক রোভারমুট। এবারের স্লোগান ‘শতবর্ষে রোভারিং সুনাগরিক প্রতিদিন ’।

সকাল নয়টায় এবারের রোভার মুটের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর হারুন অর রশীদ এবং বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো. আবুল কালাম আজাদ উপস্থিত থাকার কথা রয়েছে।

বিভিন্ন জেলার কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসা থেকে ৪টি ভিলেজে ৭৬০টি দলের মাধ্যমে প্রায় ৮ হাজার সদস্য এ রোভারমুটে অংশ নেবে। মুটে গ্রামীণ জনপদের সাথে রোভার স্কাউটদের পরিচিত করাসহ যুব বয়েসীদের তথ্য প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ ও যুগোপযুগী জন সম্পদ হিসেবে গড়ে তোলাই আঞ্চলিক রোভার মুট আয়োজনের অন্যতম লক্ষ। রোভারগণ এখানে সুপ্রভাত, তাবুকলা, হাইকিং, ইয়ুথ ভয়েজ, ক্যাম্প ফায়ারসহ ১৪টি চ্যালেঞ্জে অংশ গ্রহণ করবে।

এছাড়া রোভার আন্দোলনের শতবর্ষ উদযাপনের লক্ষে ৩১ ডিসেম্বর রাত ১২টা ১ মিনিটে আলোক সজ্জা ও আতশবাজিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ইতোমধ্যে বাহাদুরপুর রোভার স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে আঞ্চলিক রোভারমুট অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাবু স্থাপন, লাইটিং ও পানি ও পয়:নিস্কাশনের ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতায় আঞ্চলিক রোভারমুট অনুষ্ঠানটি সফল হবে বলে আশা আয়োজকরা আশা করছেন।

এবারের রোভার মুটে অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম ঢাকাটাইমস টোয়েন্টি ফোর ডটকম। রোভার মুটের সকল খবর পেতে ভিজিট করুন ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম।

(ঢাকাটাইমস/২৫ডিসেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :