‘শিক্ষার্থীদের শুধু অ্যাকাডেমিক পড়াশোনায় থাকলে চলবে না’

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ মার্চ ২০১৮, ১৮:৪০

‘শিক্ষার্থীদের শুধু একাডেমিক পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের সাথেও যুক্ত থাকা উচিৎ। এতে শিক্ষার্থীদের মধ্যে যেমন নেতৃত্ব দেয়ার গুণাবলিগুলো অর্জিত হবে, তেমনি কোয়ালিটি সম্পন্ন গ্রাজুয়েট হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখতে সমর্থ হবে।’

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ‘অ্যাওয়ারনেস অন কোয়ালিটি অ্যাসুরেন্স ইন হায়ার ইডুকেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান।

বৃহস্পতিবার সকাল ১০টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলানায়তনে ওই সেমিনারের আয়োজন করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) বাকৃবি শাখা।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের দ্বিতীয় বর্ষের প্রায় পাঁচশ শিক্ষার্থী অংশ নেন।

এই সেমিনারের মূল লক্ষ্য ছিল বিশ্ববিদ্যালয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, একাডেমিক ক্ষেত্রে উচ্চতর গবেষণার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও উন্নতি এবং শিক্ষার্থীদের মাঝে পাঠ্যক্রমের পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের সাথে যুক্ত থাকার বিষয়ে সচেতনতা সৃষ্টি।

সেমিনারে আইকিউএসি বাকৃবি শাখার পরিচালক অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন- ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী এবং ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. আব্দুল কুদ্দুছ।

আলোচনা সভা সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. জয়নাল আবেদীন।

আলোচনা সভায় মূল প্রবন্ধ পাঠ করেন মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. সুকুমার সাহা।

(ঢাকাটাইমস/৮মার্চ/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

গবেষণায় জালিয়াতি ও বঙ্গবন্ধুকে নিয়ে ‘কটূক্তি’: থমকে আছে ঢাবি অধ্যাপকের বিচার

কালচারাল র‍্যাগিংয়ের শাস্তি চান রাজনীতির পক্ষে শিক্ষার্থীরা

এবার কুবির আরেক হাউজ টিউটরের পদত্যাগ

ঢাবির সিনেট সদস্য হিসেবে পাঁচ সংসদ সদস্যকে মনোনয়ন

স্থগিত পরীক্ষার বিষয়ে সিআরদের সঙ্গে বসবেন বুয়েট ভিসি

ঢাবিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু

ঢাকাসহ ৫ বিভাগের ২৭ জেলায় মঙ্গলবার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুবিতে ত্রিমুখী সংঘর্ষ, পাল্টাপাল্টি অভিযোগ

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ঢাকা ও চট্টগ্রামের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের নতুন নির্দেশনা

শিক্ষার্থীদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার তাগিদ দিলেন শিল্পমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :