কাওয়াসাকির নতুন টুরিং মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ জুলাই ২০১৮, ১৫:৪৮

নতুন স্পোর্টস টুরিং বাইক আনলো কাওয়াসাকি। মডেল কাওয়াসাকি নিনজা ৬৫০। ভারতের বাজারে বাইকটি পাওয়া যাচ্ছে ৫.৪৯ লাখ রুপিতে। এটি ২০১৯ সালের মডেল। মেটালিক স্পার্ক ব্ল্যাক কালারে মোটরসাইকেলটি পাওয়া যাচ্ছে।

রেসিং ঘরানার এই বাইকটিতে আছে ৬৪৯ সিসির ইঞ্জিন। এতে প্যারালাল টুইন ইঞ্জিন সংযোজন করা হয়েছে। ৬৭ হর্সপাওয়ারের এই ইঞ্জিন ৮০০০ আরপিএম উৎপাদন করতে পারে। এর টর্ক ৬৫.৭ @ ৬৫০০ আরপিএম।

সিক্স স্পিড গিয়ার বক্সের বাইকটিতে স্ট্যান্ডার্ড স্লিপারের ক্ল্যাচ রয়েছে। বাইকটির বিশেষত্ব হচ্ছে, এটি আপরাইট রাইডিং পজিশনের। এর সিটিং পজিশন অনেকটাই নিঁচু। এতে রয়েছে স্ট্যান্ডার্ড এবিএস এবং ইজি পাওয়ার ডেলিভারি সিস্টেম।

কাওয়াসাকি দাবি করছে ৬৫০ সিসির নতুন বাইকটি মূলত স্পোর্টস টুরিং নিনজা মোটরসাইকেল।

মিডলওয়েটের বাইকটি হোন্ডা সিবিআর ৬৫০ আর মডেলের সঙ্গে তুলনা করা চলে।

(ঢাকাটাইমস/৭জুলাই/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :