চট্টগ্রামে ২৪ ঘণ্টা রোগী ভুগিয়ে হাসপাতালে ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৪:০৩ | প্রকাশিত : ০৯ জুলাই ২০১৮, ১২:৪৩
গতকাল ম্যাক্স হাসপাতালে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে র‌্যাবের অভিযানের প্রতিবাদে বেসরকারি হাসপাতাল ও চিকিৎসা সেবা কেন্দ্রে চিকিৎসাসেবা বন্ধ রাখার সিদ্ধান্ত স্থগিত করেছে মালিকপক্ষ। প্রায় ২৪ ঘণ্টার মতো রোগী ভোগানোর পর প্রশাসনের আশ্বাসে সোমবার মালিকপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।

প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ম্যাক্স হাসপাতালের পরিচালক ডা. লিয়াকত আলী খান ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন।

ভুল চিকিৎসায় সাংবাদিক কন্যা রাইফার মৃত্যুর ঘটনায় গঠিত কমিটির তদন্তের পর ম্যাক্স হাসপাতালের নানা অনিয়ম খুঁজে পাওয়া যায়। এসব অনিয়মের অভিযোগে গতকাল রবিবার ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে হাসপাতালটিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এতে ক্ষুব্ধ হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকরা মহানগর, জেলা, উপজেলায় প্রাইভেট প্র্যাকটিস ছাড়াও হাসপাতাল-ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অনির্দিষ্টকালের জন্য চিকিৎসাসেবা বন্ধের ঘোষণা দেন।

তাদের ঘোষণার পর রবিবার বিকাল তিনটা থেকে বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এতে চরম বিপাকে পড়তে হয় রোগীদের। তাদের এই ঘোষণায় সংহতি প্রকাশ করেছে সরকার সমর্থিত বিএমএ চট্টগ্রাম শাখা। প্রায় এক দিনের মতো চিকিৎসাসেবা বন্ধ থাকার পর সিদ্ধান্ত স্থগিত করে মালিকপক্ষ।

প্রাইভেট হসপিটাল অ্যান্ড ল্যাব ওনারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. লিয়াকত আলী বলেন, ‘প্রশাসন ও বিএমএ নেতৃবৃন্দের সঙ্গে আমাদের আলাচনা হয়েছে। তাদের আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘটের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছি।’

(ঢাকাটাইমস/৯জুলাই/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

কুমিল্লায় পৃথক ঘটনায় পানিতে ডুবে মারা গেল ৪ শিশু

ঝিনাইদহে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

জব্বারের বলিখেলার ১১৫তম আসরে চ্যাম্পিয়ন বাঘা শরীফ

ব্রাহ্মণবাড়িয়ায় মহারাজ আনন্দ স্বামীর ১৯৩ তম জন্মবার্ষিকী পালিত

এই বিভাগের সব খবর

শিরোনাম :