মিঠে রোদ গুঁড়ি বৃষ্টি হিমেল হাওয়া

রাহাত শিকদার, ঢাকাটাইমস
| আপডেট : ২১ জুলাই ২০১৮, ২২:৫১ | প্রকাশিত : ২১ জুলাই ২০১৮, ১৮:০১

শ্রাবণ মাস হলেও গ্রীষ্মের গরমে অতিষ্ঠ হয়ে উঠছিল জনজীবন। কিন্তু কদিন ধরে বয়ে যাওয়া দাবদাহ কমে এসেছে। শনিবার ভোর হতেই হঠাৎ বদলালো জলবায়ু। আকাশে পঞ্জিভূত হালকা মেঘ, তার ফাঁকে মিঠেরোদ, হঠাৎ গুঁড়ি বৃষ্টি আর সঙ্গে প্রবল বাতাস। প্রকৃতির এমন সুমিষ্ট রূপ ছিলো সারাদিনের। গরম কমে আসায় স্বস্তিও এসেছে জনপ্রাণে। আবহাওয়া অফিসও বলছে প্রকৃতি এমন থাকবে সপ্তাহজুড়ে।

আবহাওয়া দপ্তরের তথ্য মতে, আগামী ৭২ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে তাপমাত্রাও কমতে পারে ১ থেকে ২ ডিগ্রী সেলসিয়াস।

একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ নদী বন্দরসমূহকে শনিবার ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অন্যদিকে সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা দেখানো হয়েছে।

আবহাওয়া অফিস জানাচ্ছে, শনিবার বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা বিভাগসহ কুমিল্লা, নোয়াখালী, সন্দ্বীপ ও সীতাকুণ্ডুসহ দেশের বিভন্ন জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রবৃষ্টিসহ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি বর্তমানে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর তৎসংগ্ন পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণিভূত হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

ঢাকায় শনিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। রবিবার সূর্যোদয় ভোর ৫টা ২৩ মিনিটে। ঢাকায় পরবর্তী ৭২ ঘন্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে।

ঢাকাটাইমস/২১জুলাই/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

রবিবার খুলছে প্রাথমিক বিদ্যালয়, সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ক্লাস

থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

শেরে বাংলার মৃত্যুবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

হাসিনা-থাভিসিন দ্বিপাক্ষীক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর

কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা স্বেচ্ছাচারিতামূলক: টিআইবি

রোহিঙ্গা ইস্যুতে একসঙ্গে কাজ করবে ঢাকা-ব্যাংকক: পররাষ্ট্রমন্ত্রী

একযোগে আট বিভাগে সম্পন্ন হলো ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

৭৬ বছরের রেকর্ড ভাঙছে তাপপ্রবাহ

তাপপ্রবাহে রেলের কর্মীদের জন্য ৫ নির্দেশনা

মানবসম্পদ উন্নয়নে উচ্চ শিক্ষার বিকল্প নেই: স্থানীয় সরকার মন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :