কোনো ক্লাবের সামর্থ্য নেই বেলকে কেনার

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ জুলাই ২০১৮, ১৫:০২

কয়েকদিন আগেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এবার রোনালদোর পরে গ্যারেথ বেলের রিয়াল ছাড়ার গুঞ্জন উঠছে মিডিয়া পাড়ায়। কিন্তু বেলের দেশি স্বতীর্থ ক্রেইগ বেলমি জানিয়েছেন যে, বেলকে কেনার সামর্থ্য নেই কোনো ক্লাবের।

রিয়াল তারকা বেলের মাদ্রিদ ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার কথা রটেছে। কিন্তু ক্রেইগের মতে বেলের রিয়াল ছেড়ে কোথাও যাওয়ার সুযোগ নেই। সান্তিয়াগো বার্নাবেউয়ে বেল যেমন বেতন- সুযোগ সুবিধা পান সেটা আর কোনো ক্লাব দিতে পারবে বলে মনে হয় না ক্রেইগের।

ক্রেইগ বলেন,‘কোথায় যাবে সে(বেল)? রিয়াল তাকে যেই বেতন দেয় সেটা ম্যানচেস্টার ইউনাইটেড শোধ করতে পারবে না। ম্যানচেস্টার ইউনাইটেড কেন কোনো ক্লাবই সেটা পারবে না। যে ক্লাব তার চাহিদা পূরণ করতে পারছে সে সেই ক্লাবেই আছে। সে এখন যেখানে আছে অন্য ক্লাবে অবশ্যই এর চেয়ে বেশিতে সে যেতে চায়। তাই তার রিয়ালে থেকে যাওয়াই ভালো।

(ঢাকাটাইমস/২২জুলাই/এইচএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :