সুনামগঞ্জে ইয়াবাসহ আটক ২

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০১৮, ১৭:৩৩
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৭৩পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুইজন হলেন, কামড়াবন্দ গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে মোহাম্মদ ইব্রাহিম খলিল (২৫) ও উত্তর বড়দল ইউনিয়নের মৃত আনোয়ার হোসেনের ছেলে মোহাম্মদ আনজাম হোসেন (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামরাবন্দ গ্রামে শুক্রবার ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধরের নেতৃত্বে ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমির ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

এসময় মোহাম্মদ ইব্রাহিম খলিলকে ৫৩পিস ও মোহাম্মদ আনজাম হোসেনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তাদের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর জানান, সুনামগঞ্জ পুলিশ সুপার বরকত উল্লাহ খান স্যারের নির্দেশে মোবাইলাইজেশন কোর্সের আওতায় মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে।

আটককৃতদের তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। শনিবার সকালে তাদের সুনামগঞ্জ জেলা হাজতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/০৩আগস্ট/প্রতিনিধি/ওআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাইয়ের প্রথম শহীদ সাংবাদিক ঢাকাটাইমসের হাসান মেহেদীর মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা
উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস হলেন আয়মন রাহাত
মতিঝিলে সেনা কল্যাণ ভবনে আগুন
জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা