সৌম্য ও লিটনের পরিবর্তে খোঁজা হচ্ছে নতুন কাউকে

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ আগস্ট ২০১৮, ২১:৩৯ | প্রকাশিত : ০৯ আগস্ট ২০১৮, ১৯:৫৫

টানা অফ ফর্মে সৌম্য সরকার।গত ৩০ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই তার।মাঝে মধ্যে দুই একটা ঝড়ো ইনিংস খেললেও মোটেও ধারাবাহিকতা নেই লিটন কুমার দাসের।এই দুই ওপেনারের ফর্ম নিয়ে চিন্তিত বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন।

লিটন ও সৌম্যের জায়গায় তাই খোঁজা হচ্ছে নতুন কাউকে।সে কথাই জানালেন বিসিবি প্রেসিডেন্ট। বললেন,‘ওপেনিংয়ে লিটন নিদাহাস ট্রফিতে এক ম্যাচে অসম্ভব সুন্দর ব্যাট করেছিল। আমরা জিতেছিলাম দুইশ তাড়া করে। ওয়েস্ট ইন্ডিজে এবার শেষ ম্যাচেও দারুণ করেছে। তবে লিটন বা সৌম্য বলেন, ওরা ধারাবাহিক না। তো অবশ্যই এখানে সুযোগ আছে যে, দেখার কে আছে। আলাপ আলোচনা হচ্ছে। ৩০ জনের একটা তালিকা করা হয়েছে। সামনে যে সিরিজ হবে জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ওখানে নতুন ছেলে ঢোকানোর সুযোগ আছে। ঢুকবে কিনা জানি না। তবে সুযোগ আছে। চেষ্টা করব।’

বিসিবির নির্বাচক প্যানেল বা পদ্ধতি নিয়ে পাপন বলেন,‘আগে যা ছিল, সেই পদ্ধতিই থাকছে। একটা কমিটি থাকবে, যেটির প্রধান অপারেশন্স প্রধান আকরাম খান, পাশাপাশি কোচ, অধিনায়ক, ম্যানেজার এবং নির্বাচকেরা কম্বিনেশনে হবে। এখানে বেসিক্যালি মনে রাখতে হবে, কি ধরণের খেলা, কি ধরণের পিচ, কি কন্ডিশনে খেলা হবে, কোচ সেটা বলে দেবে। নির্বাচকরা দল নর্বাচন করে পাঠাবেন। চূড়ান্ত একাদশ কিন্তু অধিনায়কের। ওখানে নির্বাচক বা আমাদের কিছু বলার নেই। সেরা একাদশ ঠিক করেন মূলত অধিনায়ক, আর কোচ।’

(ঢাকাটাইমস/৯জুলাই/ডিএইচ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :