ঝিনাইদহে ৮ বছরের শিশুকে গলা কেটে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০১৮, ১০:৫৪
অ- অ+

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জালালপুর গ্রামে মীম নামে ৮বছর বয়সী এক শিশুকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে জালালপুর গ্রামের জোতপাড়ার মশিয়ার রহমানের পরিত্যক্ত বাড়ি থেকে মীমের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মীম তৃতীয় শ্রেণির ছাত্রী ও জালালপুর গ্রামের কৃষক ইয়াকুব হোসেন খোকার মেয়ে।

গ্রামবাসীরা জানায়, বৃহস্পতিবার বিকাল থেকেই মীম নিখোঁজ ছিল। এশার নামাজের পর মীম নিখোঁজ হাওয়ার খবর মাইকে প্রচার করা হয়। সম্ভাব্য সকল স্থানে তাকে খুঁজেও পাওয়া যায়নি।

পরে স্থানীয়দের দেয়া খবরে রাত সাড়ে ৯টার দিকে গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে মীমের গলাকাটা লাশ দেখতে পায় স্বজনরা।

কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিল্পব কুমার সাহা জানান, ‘পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সেই সাথে হত্যাকারীকে আটক করতে অভিযান শুরু হয়েছে।

ঢাকাটাইমস/১২অক্টোবর/প্রতিনিধি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা