শহিদুল আলমের মুক্তির দাবিতে ক্যামেরা হাতে প্রতিবাদ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ অক্টোবর ২০১৮, ২১:৪০
অ- অ+
আলোকচিত্রী শহিদুল আলম (ফাইল ছবি)

আলোকচিত্রী শহিদুল আলমের মুক্তির দাবিতে ক্যামেরা হাতে প্রতিবাদ জানিয়েছেন আলোকচিত্রীরা ৷ মঙ্গলবার বিকাল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়৷

নিরাপদ সড়ক আন্দোলন চলাকালে একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারের কারণে গত ৫ আগস্ট শহিদুল আলম গ্রেপ্তার হন ৷ পরে তার বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা দায়ের করা হয় ৷

আলোকচিত্রী নাসির আলী মামুন, ইউসুফ তুষার, মুঈনউদ্দীন আহমেদ, পাঠশালার প্রধান তানভীর মুরাদ তপু, আমিনুজ্জামান, সুদীপ্ত সালামসহ ৫০ জনেরও বেশি আলোকচিত্রী প্রতিবাদ সমাবেশে অংশ নেন ৷

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ৷ সমাবেশের শুরুতে ক্যামেরা উঁচু করে ধরে প্রতিবাদ জানান আলোকচিত্রীরা ৷

আলোকচিত্রী নাসির আলী মামুন বলেন, 'আলোকচিত্রী শহিদুল আলমের নিঃশর্ত মুক্তির দাবিতে আমাদের সমবেত হওয়া ৷ শহিদুল আলম বাংলাদেশের আলোকচিত্রশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছেন ৷ তার প্রতিষ্ঠিত দৃক ও পাঠশালা দেশের আলোকচিত্র শিল্পে নবজাগরণ এনেছে ৷ তিনি এই শিল্পের একজন কারিগর ৷’

মুনীরা মোর্শেদ মুন্নী বলেন, '৭০ দিন হয়ে গেল শহিদুল আলম কারাগারে ৷ আজকের নারী আলোকচিত্রীদের বেশিরভাগই শহিদুল আলমের হাতে গড়া ৷ প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা আছে ৷ তাই আমরা শহিদুল আলমের নিঃশর্ত মুক্তি চাই ৷'

তানজিম ওয়াহাব বলেন, 'শহিদুল আলম আমাদের শিখিয়েছেন, আলোকচিত্রের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখার সুযোগ আছে ৷ তার প্রতিষ্ঠানগুলো দেশের আলোকচিত্রের সংস্কৃতি বদলে দিয়েছে ৷ অনেক মানুষকে তিনি সহযোগিতা করেছেন ৷ আমাদের উপস্থিতিই তার অবদান জানান দিচ্ছে ৷ কিন্তু আজকে তার অবদান নিয়ে কথা না বলে আমাদের তার মুক্তি চাইতে হচ্ছে ৷’ ‘আলোকচিত্রীদের স্বার্থ নিয়ে তিনি প্রতিনিয়ত কথা বলে গেছেন ৷ তিনি কেবল একজন ব্যক্তি নন, তিনি একটা শক্তি ৷ অতি দ্রুত তার নিঃশর্ত মুক্তি চাই ৷'

ইউসুফ তুষার বলেন, 'আমাদের শিক্ষক শহিদুল আলম ‘সত্য কথা’ বলার কারণে আজকে কারারুদ্ধ ৷ আমরা এখন যেখানে এসে দাঁড়িয়েছি, তিনি সব সময় এসব জায়গায় দাঁড়িয়ে কথা বলতেন ৷ আমরা তার নিঃশর্ত মুক্তি চাই ৷ সত্য বলার জন্য আরো যারা কারাগারে গিয়েছেন, সবার মুক্তি চাই ৷'

তানভীর মুরাদ তপু বলেন, 'আমি মনে করি, শহিদুল আলমের জেলে থাকাটা জেলে থাকা নয় ৷ কারণ, তার কণ্ঠস্বর রুদ্ধ করা যায়নি ৷ নানা মাধ্যমে আমাদের প্রতিবাদ জারি থাকা উচিত ৷ শহিদুল আলমই আমাদের শিখিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কীভাবে প্রতিবাদ করতে হয় ৷'

সমাবেশের সঞ্চালক তাসলিমা আক্তার লিমা বলেন, 'মতপ্রকাশের স্বাধীনতা সব নাগরিকের মৌলিক অধিকার ৷ ৫৭ ধারার মতো নির্যাতনমূলক আইনে শহিদুল আলমকে আটকে রাখা হয়েছে ৷ এখন কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নানাভাবে ব্র্যান্ডিং করার চেষ্টা চলে ৷ শহিদুল আলম জামিনের আবেদন করেছিলেন ৷ সব শর্ত পূরণ করা সত্ত্বেও তাকে জামিন দেওয়া হয়নি ৷ ডিজিটাল নিরাপত্তা আইন, সম্প্রচার আইন দিয়ে সরকার সত্য বলার সুযোগ খর্ব করছে ৷'

ক্যামেরা উঁচিয়ে ধরে প্রতিবাদ জানিয়ে কর্মসূচি শেষ করেন আলোকচিত্রীরা ৷

(ঢাকাটাইমস/১৬অক্টোবর/প্রতিনিধি/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১২- স্মৃতির দংশনে হঠাৎ ঢাকায় ফেরা
বাংলাদেশিদের গোল্ডেন ভিসা দেবে দুবাই, দূর থেকে আবেদন করার সুযোগ
ফেনী পরিস্থিতির অবনতি, গ্রামের পর গ্রাম প্লাবিত, অনেক জায়গায় বিদ্যুৎ বন্ধ
গাজায় মানবিক সংকটে ক্ষুব্ধ যুক্তরাজ্য, ইসরায়েলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা