বাকৃবিতে ভর্তি পরীক্ষা দিতে পারবেন ৯.৪২ জিপিএ প্রাপ্তরা

বাকৃবি প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২১ অক্টোবর ২০১৮, ১৫:৩৩

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ¯œাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তি কমিটি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিতে হলে এসএসসি ও এইচএসসিতে বা সমমান চতুর্থ বিষয় বাদে সমষ্টিগতভাবে নূন্যতম জিপিএ ৯.৪২ প্রাপ্ত শিক্ষার্থীরাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে।

আরও জানা যায়, এর আগে অনলাইনে প্রায় ২০ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন। এর মধ্যে থেকে মোট ১২ হাজার ৩০০ জন আবেদনকারীকে মেধারভিত্তিতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেয়া হচ্ছে। যোগ্য প্রার্থীরা ২০ থেকে ৩১ অক্টোবর ওয়েবসাইটে ছবি ও কোঠার প্রার্থীরা প্রমাণপত্র আপলোড এবং প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ও আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.bau.edu.bd) পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/এলএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :