আগুন কেড়ে নিল বৃদ্ধের প্রাণ

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৬ অক্টোবর ২০১৮, ০৯:১১ | প্রকাশিত : ২৬ অক্টোবর ২০১৮, ০৮:৫৯
গ্যাস সিলিন্ডার থেকে লাগা আগুনে জ্বলছে শ্রমিক কলোনি

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়ায় আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম সবেদ আলী। আহত হয়েছেন শিশুসহ বেশ কয়েকজন। আগুনে পুড়ে গেছে অন্তত ২০টি কক্ষ।

বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে পেয়ারাবাগান কলোনিতে এই ঘটনা ঘটে।

নিহত সবেদ আলীর বয়স ৭০ বছর। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী এলাকার জাফর আলীর ছেলে। আহতদের নামপরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, ভোগড়া বাইপাসের পেয়ারাবাগান এলাকায় স্বপন নামের এক ব্যক্তি জমি ভাড়া নিয়ে কলোনি গড়ে তোলেন। বৃহস্পতিবার রাত পৌনে নয়টার দিকে কলোনির একটি কক্ষে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের কক্ষে ছড়িয়ে পড়ে।

এ সময় আগুনে দগ্ধ হয়ে ঘরে থাকা সবেদ আলী নিহত হন। ঘর থেকে বের হতে গিয়ে আহত হন আট বছরের এক শিশু। খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার মতো চেষ্টা চালানোর পর আগুন নেভায়।

আগুনে ছোট-বড় অন্তত ২০টি কক্ষ এবং কক্ষে থাকা মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/এমআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :