ফরিদপুরে শিক্ষা উপকরণ ও পোশাক পেল ৬৪ পরীক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ অক্টোবর ২০১৮, ১৫:০৪
অ- অ+

ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সরকারি শিশু পরিবারের ৬৪ পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও নতুন পোশাক বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের টেপাখোলা এলাকার কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান।

সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাম্মদ সাইফুল হাসান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এএসএম আলী আহসান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, তাসফিয়া তাসরীন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সরকার প্রত্যেক শিশুর শিক্ষা ও স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে ব্যবস্থা নিয়েছে। তারা শিশু সদনের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা নিশ্চিত করতে বেসরকারি উদ্যোগ ও সহায়তাকে স্বাগত জানান।

শিক্ষা উপকরণ ও নতুন পোশাক প্রাপ্তদের ৩৬জন প্রাথমিক শিক্ষা সমাপনী এবং ২৮ জন জুনিয়র সার্টিফিকেট পরীক্ষার্থী।

ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্বের ৪০০ উদ্ভাবনী বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৫৭তম উত্তরা ইউনিভার্সিটি
লঙ্কানদের মাটিতে ইতিহাস গড়া জয় টাইগারদের
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ও ছবি ছড়াচ্ছে আ.লীগ: প্রেস উইং
গোপালগঞ্জে কড়াকড়ি কারফিউ চলছে, আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা