আটকে গেল রোহিঙ্গা প্রত্যাবাসন

ঢাকাটাইমস ডেস্ক
| আপডেট : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৫৪ | প্রকাশিত : ১৮ নভেম্বর ২০১৮, ২১:৪৭

বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবছর আর রোহিঙ্গা প্রত্যাবাসন হচ্ছে না বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বাংলাদেশের শরণার্থী বিষয়ক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স বলে, শরণার্থীদের মূল দাবি মোতাবেক প্রত্যাবাসন শুরু করতে নতুন ধারার পদক্ষেপ দরকার। ফলে এবছর আর প্রত্যাবাসন প্রক্রিয়া শুরুর সম্ভাবনা নেই।

বাংলাদেশের শরণার্থী বিষয়ক ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম রয়টার্সকে বলেন, ‘ডিসেম্বরে জাতীয় নির্বাচন। আর নির্বাচন পর্যন্ত রোহিঙ্গা প্রত্যাবাসন ও স্থানান্তর কর্মসূচি স্থগিত থাকবে। আর শরণার্থীদের মূল দাবি মোতাবেক প্রত্যাবাসন শুরু করতে নতুন ধারার পদক্ষেপও দরকার।’

২০১৭ সালের আগস্টে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর নৃশংস অভিযানের কারণে প্রাণ বাঁচাতে আট লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। আর বাংলাদেশের সঙ্গে সমঝোতা অনুযায়ী সম্প্রতি স্বল্পসংখ্যক রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয় মিয়ানমার। তবে সেখানে নাগরিকত্বের নিশ্চয়তা ও ফের নিপীড়নের ভয়ে ফিরতে রাজি হয়নি রোহিঙ্গারা। শেষমেশ বহুল প্রত্যাশিত এ প্রত্যাবাসনও থমকে যায়।

রোহিঙ্গাদের পাশাপাশি প্রত্যাবাসন পরিকল্পনার বিরোধিতা করে জাতিসংঘের শরণার্থী সংস্থা এবং সহায়তা সংস্থাগুলো। তারা জোরালো ভাবে বলে আসছিল, মিয়ানমারে ফিরে গেলে আবারও নিরাপত্তা সংকটে পড়বে রোহিঙ্গারা।

আবুল কালাম বলেন, ‘রোহিঙ্গারা নিশ্চয়তা না পেলে ফিরতে রাজি হবে বলে মনে হয় না। রোহিঙ্গা প্রত্যাবাসন চাইলে মিয়ানমারকে নাগরিকত্বের বিষয়ে একটি পরিস্কার পথনির্দেশনার প্রস্তাব করতে হবে।’

আর এ বিষয়টি আগামী মাসে প্রত্যাবাসন বিষয়ক পরবর্তী দ্বিপাক্ষিক সভায় উত্থাপন করা হবে বলে তিনি রয়টার্সকে জানান।

ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসনের বিষয়ে তিনি বলেন, ‘সেখানে বিকল্প পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রায় শেষ হয়ে আসছে। কৃষিকাজ ও মাছ ধরে জীবীকা নির্বাহের সুযোগ থাকায় কোনও কোনও রোহিঙ্গা সেখানে যেতে সম্মত হবে। তবে ত্রাণ সংস্থাগুলো সেখানে বন্যার পানি ওঠার বিষয়ে সতর্ক করে দিয়েছে।’

বাংলাদেশের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানতে মিয়ানমার সরকারের মুখপাত্র জাও তাইয়ের বক্তব্য নেয়ার চেষ্টা করেছিল রয়টার্স। তবে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থাটি।

ঢাকাটাইমস/১৮নভেম্বর/ডিএম

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

সুন্দরবনে ক্ষয়ক্ষতি নিরূপণ ও করণীয় নির্ধারণে পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি

উপজেলা নির্বাচন: প্রথম ধাপে দেড় লক্ষাধিক আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

১ কোটি পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রি শুরু মঙ্গলবার

সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আছে: মন্ত্রিপরিষদ সচিব

‘গোল্ডেন রাইস-বিটি বেগুন বাণিজ্যের জন্যই করা হয়েছে’

ভোটের আগে-পরে ১৪ দিন বৈধ আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শনে নিষেধাজ্ঞা

দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিবিড়ভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকারমন্ত্রীর

চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়ে আরও আলোচনা হবে, সংসদে জনপ্রশাসনমন্ত্রী

বুধবার ১৪১ উপজেলায় সাধারণ ছুটি

সপ্তাহে সাত দিন সরাসরি জেদ্দায় ফ্লাইট যাবে ইউএস-বাংলার, যাত্রা শুরু ১ আগস্ট

এই বিভাগের সব খবর

শিরোনাম :