গাইবান্ধায় বিএনপির কার্যালয়ে আগুন

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৮, ০৯:০৩ | প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৪৮

গাইবান্ধায় জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ভবনের ক্ষতি না হলেও ভেতরের আসবাবপত্র পুড়ে গেছে।

শনিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক আমিরুল ইসলাম জানান, কার্যালয়ের ভেতর থেকে প্লাস্টিকের একটি পেট্রলের বোতল পাওয়া গেছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি নেতারা।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, এই ঘটনা যারাই ঘটাক, তারা গণতন্ত্রের বিকাশ চায় না।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল মোর্শেদ বাবু বলেন, আমরা সদর আসনের চূড়ান্ত প্রার্থী ঘোষণা শোনার পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আনন্দ মিছিল করতে করতে পার্টি অফিসের দিকে যাচ্ছিলাম। সে সময় শুনতে পাই, কে বা কারা বিএনপি অফিসে আগুন দিয়েছে।

তিনি বলেন, আগুন যারা দিয়েছে তারা সংঘঠিত বিএনপিকে ভয় পায়।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান শাহরিয়ার ঢাকা টাইমসকে বলেন, ‘অগ্নিসংযোগের ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :