জয়ের ধারায় থাকতে চায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, ঢাকটাইমস
  প্রকাশিত : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৭
অ- অ+

টেস্ট সিরিজে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সিরিজের শুরুটাও দারুণ হয়েছে টাইগারদের। মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ক্যারিবীয়দের ৫ উইকেটে উড়িয়ে দিয়েছে মাশরাফি বিন মুর্তজার দল। আজ একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিতে চায় তারা। সোমবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়ে গেলেন টাইগারদের স্পিন বোলিং কোচ সুনীল যোশী।

ওয়ানডেতে এখন পরিণত দল বাংলাদেশ। সাম্প্রতিক বছরগুলোতে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের মতো ক্রিকেট পরাশক্তির বিরুদ্ধে সিরিজ জিতেছে টাইগাররা। প্রতিযোগিতামূলক টুর্নামেন্টেও তাদের পরাজিত করছে। হারলেও লড়াই করে হারছে। চলতি বছরেরও ওয়ানডেতে বেশিরভাগ ম্যাচ জিতেছে বাংলাদেশ। দলের আত্মবিশ্বাস ধরে রাখতে জয়ের বিকল্প দেখছেন না যোশী। এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি মনে করি, জয়টা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আমরা আগামীকাল (মঙ্গলবার) জিতি, সবকিছু ঠিকঠাক থাকবে।’

প্রত্যাশিত ফল লাভে ইতিবাচক ক্রিকেট খেলাটা গুরুত্বপূর্ণ মনে করছেন যোশী। ব্যাটিং, বোলিং, ফিল্ডি সব- সব জায়গাতেই ইতিবাচক থাকতে হবে। সঙ্গে কিছুটা কৌশলীও হওয়া প্রয়োজন। প্রথম ওয়ানডেতে যেমন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং করার সময় দুই প্রান্ত থেকে স্পিন আক্রমণ দিয়ে শুরু করেছিল বাংলাদেশ। ওই ম্যাচে স্পিনাররা ক্যারিবীয় ব্যাটসম্যানদের হাত খোলে খেলতে দেননি। চাপে পড়ে পেসারদের মারতে গিয়ে উইকেট বিলিয়েছে সফরকারীরা। মাশরাফি, মোস্তাফিজ আর রুবেল মিলেই নিয়েছেন ৭ উইকেট।

এই প্রসেঙ্গ যোশী বলেন, ‘বোলিং উইনিটে মাঝে মাঠে ট্যাকটিকসের পরিবর্তন আনতে হয়। প্রথম ম্যাচে আমাদের বোলাররা দারুণ বোলিং করেছে এবং আমরা ১৫ ওভার হাতে রেখেই ম্যাচ জিতে নিয়েছি। কাজেই আমি মনে করি, আমদের ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামা উচিত।’

যোশী বাংলাদেশের স্পিন কোচ হয়ে এসেছেন খুব বেশিদিন হয়নি। তবে এরই মধ্যে সুফল পাচ্ছে টাইগাররা। স্পিন আক্রমণকে আরও বেশি কার্যকরি করে তুলতে চান সাবেক এই ভারতীয় স্পিনার, ‘আমি নিজেও একসময় ক্রিকেটার ছিলাম। কাজেই আমি সবসময় ছেলেদের মানসিকতা উন্নয়নে যা যা প্রয়োজন, সেসবে গুরুত্ব দেই।’

(ঢাকাটাইমস/১০ ডিসেম্বর/এইচএ/এবিএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রপতির ক্ষমা কমাতে একমত বিএনপি-জামায়াত-এনসিপিসহ সব দল
৩৪তম বিসিএস অল ক্যাডার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
চুয়াডাঙ্গা ও কক্সবাজারে সড়কে ঝরল পাঁচ প্রাণ
অবশেষে আন্তর্জাতিক স্বীকৃতি পেল তালেবান সরকার, দূত গ্রহণ করেছে রাশিয়া
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা