মাদককে লালকার্ড মাগুরার শিক্ষার্থীদের

মাগুরা প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৮:০৯

মাদককে লালকার্ড দেখিয়ে মাদকবিরোধী শপথ নিয়েছেন মাগুরার শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার দুপুরে মাগুরা শহরের নান্দুয়ালী এজি স্কুল প্রাঙ্গনে এই অনুষ্ঠান হয়।

শিশুবান্ধব সমাজ উন্নয়ন প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংগঠন ব্যাপ্টিস্ট এইড এই শপথ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম।

বিবিসিএফ এর প্রকল্প কর্মকর্তা অফিসার উজ্জ্বল পালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পৌর কাউন্সিলর সাকিব হাসান তুহিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান, মিমতাজ সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে মাদককে লালকার্ড দেখিয়ে শপথ নেন শতাধিক তরুণ-তরুণী। শপথবাক্য পাঠ করান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান।

মাদকের ভয়াবহতা ও শাস্তি সম্পর্কে আয়োজিত সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, মাদকের প্রভাবে সমাজে নানা রকম অপরাধমূলক কর্মকা- বৃদ্ধি পায়। মাদক নিয়ন্ত্রণে আনতে না পারলে সামাজিক নিরাপত্তা বিঘিœত হবে। উন্নয়নের গতি মন্থর হয়ে পড়বে। প্রশাসনিক ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা মাদক নিয়ন্ত্রণে আনতে পারবে বলে আশা করেন বক্তারা।

ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/প্রতিনিধি/ইএস

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :