একলা গণসংযোগে নামলেন কনক চাঁপা

সিরাজগঞ্জ প্রতিনিধি
 | প্রকাশিত : ২১ ডিসেম্বর ২০১৮, ১৯:১৭

অবশেষে দিন আটেক পর প্রচারণায় নামলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে বিএনপির প্রার্থী জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা। তবে দলীয় নেতাকর্মী ছাড়াই আজ দুপুরে কাজিপুর উপজেলার সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

এ সময় বিএনপির কোনো নেতাকর্মী-সমর্থক না থাকলেও উৎসুক মানুষকে তার প্রচারণায় অংশ নিতে দেখা যায়। গণসংযোগকালে তার সঙ্গে স্বামী সুরকার মইনুল ইসলাম উপস্থিত ছিলেন।

কনক চাঁপা বলেন, ‘আমার মতো করেই প্রচারণা চালাতে হচ্ছে, মানুষের ভালোবাসা পাচ্ছি। জনগণ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে আমি ভালো ফলাফল আশা করছি এবং জয়ের ব্যাপারে আশাবাদী।’

নির্বাচনী এলাকায় না আসার ব্যাপারে এর আগে কনক চাপা বলেন, ‘আমি ১০ ডিসেম্বর থেকে কাজিপুরের পূর্ব-পশ্চিম ও উত্তর-দক্ষিণ দিয়ে ঘুরছি। কিন্তু হুমকি-ধমকির কারণে কাজিপুরে ঢুকতে পারছি না।’

তবে গতকাল পুলিশি নিরাপত্তায় কনক চাঁপা তার স্বামীকে নিয়ে সোনামুখী বাজার এলাকায় গণসংযোগ করেন বলে জানান উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা বলেন। তিনি বলেন, ‘এ সময় আওয়ামী লীগের লোকজনও তার পেছনে কিছুটা দূরত্ব বজায় রেখে নৌকার প্রচারণা চালান। সেখানে আমাদের যাওয়ার কথা থাকলেও রাতে কনক চাঁপার স্বামী মইনুল ইসলাম ফোন করে নিষেধ করায় দলের নেতাকর্মীরা গণসংযোগে যাননি।’

কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনক চাঁপা তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে আওয়ামী লীগের শক্ত ঘাঁটি সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে বিএনপির পক্ষে জয় আনতে পারবেন এমন আশায় তাকে মনোনয়ন দেয় বিএনপি। এ আসনে আওয়ামী লীগের ওজনদার প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

প্রচারণা শুরুর দুই দিন এলাকায় গেলেও হামলা-হুমকির কারণে গত এক সপ্তাহে নির্বাচনী এলাকায় আসেননি কনক চাঁপা। ফলে টানানো হয়নি পোস্টার, ব্যানার কিংবা ফেস্টুন।

নির্বাচনী এলাকায় না গেলেও সিরাজগঞ্জ থেকে সাংবাদিক নিয়ে বগুড়ার একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন করেন কনক চাঁপা। সেখানে তিনি নির্বাচনী প্রচারণায় নিরাপত্তার দাবি তুলে ধরেন।

দলটির একাধিক নেতাকর্মীর সঙ্গে কথা বলে জানা যায়, কনক চাঁপা গত ১০ ডিসেম্বর থেকে সিরাজগঞ্জ শহরের হোসেনপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে অবস্থান করছেন। নির্বাচনী এলাকা কাজিপুরে কনক চাঁপার কোনো বাড়ি নেই।

কাজিপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা লাকী খাতুন বলেন, ‘কয়েক দিন আগে টুকু সাহেবের বাড়িতে আমাদের নিয়ে নির্বাচনী মিটিং করেন কনক চাঁপা। পরে আমি ও আমার স্বামী তাকে বলেছি, আপা আপনার সব পোস্টার আমরা লাগিয়ে দেব। রক্তের বন্যা বয়ে গেলেও আমরা মাঠে নামব, আমরা ভোট দেব। কিন্তু পরে কোনো পোস্টার পাইনি।’

কাজিপুর উপজেলা বিএনপির সদস্য ও বিআরডিবির সাবেক সভাপতি মিজানুর রহমান বাবলু অবশ্য বলেন তারা নিজেদের মতো কাজ করে যাচ্ছেন। বিএনপির মনোনয়ন-প্রত্যাশী ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা। তিনি বলেন, ‘দল কনক চাঁপাকে মনোনয়ন দিয়েছে। এ নিয়ে কোনো ক্ষোভ নেই। তিনি এলাকায় এলে আমরা তাকে সার্বিক সহযোগিতা করব। গত সপ্তাহে ১৮টি ইউনিয়নের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আমরা সিরাজগঞ্জে সভা করেছি। শোনা যাচ্ছে ২২ ডিসেম্বরের আগেই তিনি কাজিপুরে আসবেন।’

(ঢাকাটাইমস/২১ডিসেম্বর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বিএনপির আরও তিন নেতা বহিষ্কার

জেল-জুলুমের ভয় দেখিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না: সালাম

রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ ১১ মে

৭৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত গণতন্ত্রকে ধ্বংস করেছে বিএনপি: ওবায়দুল কাদের

আ.লীগ জনগণকে কবরস্থ ক‌রে ক্ষমতা দখলে রাখতে চায়: রিজভী

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

এই বিভাগের সব খবর

শিরোনাম :