আমি জানি, নির্বাচন সুষ্ঠু হবে না: রেজা কিবরিয়া

হবিগঞ্জ প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৭ ডিসেম্বর ২০১৮, ১২:০১

বর্তমান সরকারের বিনা ভোটে নির্বাচিত হওয়ার অভ্যাস হয়ে গেছে উল্লেখ করে হবিগঞ্জ-১ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বলেছেন, ‘আমি জানি, নির্বাচন সুষ্ঠু হবে না। তবে এটিও জানি-৫০ ভাগ সুষ্ঠু হলেই আমি পাস করব। নগ্ন কারচুপি করেও আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে জেতা সম্ভব নয়। যে কারণে বিরোধী দলের ওপর দমনপীড়ন ও নির্যাতন বেড়ে গেছে। ভোটের প্রতিদ্বন্দ্বীদের সরকার ভয় পাচ্ছে।’

বুধবার রাতে নবীগঞ্জ উপজেলা জালালসাফ গ্রামে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, ‘পুলিশ আমাকে কোনো প্রচারণা করতে দেবে না এটাই তাদের উদ্দেশ্য। নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু নির্বাচন করতে পারবে কিনা তা নিয়ে আমি সন্দিহান।’

তিনি বলেন, কাজিরবাজার থেকে গণসংযোগ করে রাতে ফেরার পথে ব্রিজের কাছে পুলিশ তার গাড়িবহর থামায়। এ সময় তাকে বহনকারী গাড়িসহ দুটি গাড়ি ছেড়ে দিলেও বাকি চারটি মাইক্রোবাস এবং আটটি মোটরসাইকেল আরোহী ৩২ জনকে পুলিশ আটক করে নিয়ে যায়। অখচ তাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না।

ঐক্যফ্রন্টের এই প্রার্থী বলেন, ‘যতই বাধা দেওয়া হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, ততই আমাদের অবস্থান আরও শক্তিশালী হচ্ছে। জনগণ আমাদের সঙ্গে রয়েছে। আওয়ামী লীগ নগ্ন কারচুপি, টেবিল কাস্ট করেও জয়ী হতে পারবে না।’

এসময় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকার আমাদের অফিসিয়ালি জানিয়ে দিক- তারা ভোটের প্রতিযোগিতায় অভ্যস্ত নয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন চায়। তারা বলুক- বিরোধী দল সরে যাও, আমরা পোষা বিরোধী দলে অভ্যস্ত।’

তিনি অভিযোগ করে বলেন, আমার নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য গায়েবি মামলা দিয়েছে। মামলার কোনো হিসাব নেই। আমার প্রচারণা অত্যন্ত সফল হচ্ছে দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছে।

গ্রেপ্তারের আশঙ্কায় এজেন্টদের নাম প্রকাশ করছি না বলেও জানান তিনি।

ঢাকা টাইমস/২৭ডিসেম্বর/প্রতিবেদক/ওআর

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

বাংলাদেশ ও ভারত ভবিষ্যৎ বিশ্বে নানা ক্ষেত্রে নেতৃত্ব দেবে: ড. সেলিম মাহমুদ

রাজনৈতিক দলগুলো কথা বন্ধ রাখলে গণতন্ত্র পিছিয়ে পড়বে: স্থানীয় সরকারমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিনের দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানে পতাকা ওড়ানোসহ ছাত্রলীগের একগুচ্ছ কর্মসূচি ঘোষণা

একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত: মঈন খান

উপজেলা নির্বাচনও ডা‌মি, বর্জন করুন: রিজভী 

সত্য বললে যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করার নেই: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা সোমবার

ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী নায়েব আলী

টাকা পাচারের কারণে বাংলাদেশ ব্যাংক ও অন্য ব্যাংকের অবস্থা খুবই করুণ: অলি

ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে: ছাত্রশিবির

এই বিভাগের সব খবর

শিরোনাম :