আট বছরের শিশুর কাঁধে সংসারের জোয়াল

যে বয়সে স্কুলে যাওয়ার কথা, সহপাঠীদের সঙ্গে ছোটাছুটি-খেলাধুলা করার কথা, সে বয়সেই শিশু হাসান পেটের তাড়নায় পথের ফেরিওয়ালা। পিঠে বইয়ের ব্যাগ নয়, গলায় পানের ডালা ঝুলছে তার।
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের অলিগলিতে হেঁটে হেঁটে পান বিক্রি করে চলছে শিশুটি ও তার মায়ের জীবন।
হাসান ঢাকা টাইমসকে জানায়, পান বিক্রি করে প্রতিদিনের আয় ৫০-৬০ টাকা। মায়ের ভিক্ষা আর এই টাকা দিয়ে চলে ওদের সংসার। নির্দিষ্ট কয়েকজন গ্রাহক আছেন, যারা প্রতিদিন ওর কাছ থেকে পান কিনে খান, আদর করেন। মাথায় বুলিয়ে দেন মমতার হাতও।
হাসানের নিয়মিত গ্রাহক মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী বলেন, ‘হাসান প্রতিদিন আমার ব্যবসাপ্রতিষ্ঠানে পান বিক্রি করতে আসে। এক খিলি পানের দাম পাঁচ টাকা। তবে আমি পানের খিলি কিনি আর না কিনি, ও এলেই পাঁচ টাকা দিই।’
অসহায় হাসান জানায়, গলায় ভারী পানের ডালা ঝুলিয়ে চলতে কষ্ট হয়। কিন্তু অভাবের তাড়নায় সে কষ্ট তাকে সইতে হয়। কিন্তু সে লেখাপড়া করতে চায়, চায় তিনবেলা দুমুঠো ভাতের সংস্থান।

মন্তব্য করুন