ভোলা প্রেসক্লাবের নতুন গঠিত কমিটিকে শুভেচ্ছা

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০১৯, ২১:১৮
অ- অ+

ভোলা প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

মঙ্গলবার রাতে ভোলা প্রেসক্লাব মিলনায়াতনে ভোলা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক অমিতাব অপুকে ফুলের তোড়া ও মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এছাড়াও নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন নিজাম হাসিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার দোস্ত মাহমুদ, ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার আহসান কবির, পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এর আগে সোমবার রাতে ভোলা প্রেসক্লাবের বর্ধিত সাধারণ সভায় সদস্যদের সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটে এ নতুন কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক ও বাংলাদেশ বেতারের প্রতিনিধি এম হাবিবুর রহমানকে সভাপতি ও দৈনিক যুগান্তর ও আরটিভির জেলা প্রতিনিধি অমিতাভ অপুকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিদায়ী আহ্বায়ক বিটিভি প্রতিনিধি এম আবু তাহের, আহ্বায়ক কমিটির সদস্য ও জনকণ্ঠ প্রতিনিধি হাসিব রহমান, প্রবীণ সাংবাদিক মোকতাদির বিল্লাহ বাচ্চু, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল উদ্দিন সুলতান, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক আহাদ চৌধুরী তুহিন, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি নজরুল হক অনু, কালবেলা প্রতিনিধি মোকাম্মেল হক মিলন, সকালের খবর প্রতিনিধি আতিকুর রহমান, ভোলা দর্পন সম্পাদক মোতাছিম বিল্লাহ, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ-২৪ প্রতিনিধি জুন্নু রায়হান, সময় টিভি ও সমকাল প্রতিনিধি নাসির লিটন, প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্লাহ, চ্যানেল আই প্রতিনিধি হারুন অর রশিদ, এনটিভির স্টাফ রিপোর্টার আফজাল হোসেন, বৈশাখী টিভি প্রতিনিধি হোসাইন সাদি, গাজী টিভি প্রতিনিধি এম হেলাল উদ্দিন প্রমুখ।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা