ভোলায় দুর্বৃত্তদের আগুন, মৃতের সংখ্যা বেড়ে তিনজনে

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০১৯, ২১:২৩
অ- অ+

ভোলার লালমোহনে দুর্বৃত্তের আগুনে গুরুতর আহত আংকুরা বেগমও চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার বিকাল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আংগুরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার মামাতো ভাই আমির হোসেন। এ নিয়ে অগ্নিদগ্ধের ঘটনায় তিনজনেরই মৃত্যু হলো।

শুক্রবার রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে উপজেলার চরভূতা ইউনিয়নের খারাকান্দি এলাকায় সুরমা নামে এক গৃহবধূ মারা যান। এসময় গুরুতর আহত হন নিহত সুরমার বড় বোন আংকুরা ও তার মেয়ে আট বছরের শিশু খাদিজা। শনিবার সকালে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় খাদিজা।

বরিশাল থেকে আশঙ্কাজনক অবস্থায় আংকুরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। তবে এর সাথে যারা জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জটিল রোগের মহৌষধ ভেষজ লটকন, স্বাস্থ্য উপকারিতা জানলে চমকে উঠবেন
ঢাকাসহ ৬ বিভাগে ঝড় ও বজ্র-বৃষ্টির পূর্বাভাস
মেট্রোরেলের ঢাবি স্টেশন বিকেল থেকে বন্ধ থাকবে
গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলায় নিহত ৯৫, মোট মৃত্যু ছাড়াল ৫৮ হাজার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা