জামালপুরে সরকারি কাজে বাধা দেয়ায় যুবকের কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০১৯, ২২:০৯
অ- অ+

জামালপুরের সরিষাবাড়ীতে সরকারি কাজে বাধা দেয়ায় জুয়েল মিয়া নামে এক যুবকের তিনমাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে তার কার্যালয়ে আদেশটি দেন। এ সময় এসিল্যান্ড কামরুন নাহার ও ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত যুবক পোগলদিঘা ইউনিয়নের মোনারপাড়া গ্রামের আব্দুল্লাহ ওরফে ভোলার ছেলে।

সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সকালে পোগলদিঘা ইউনিয়নের শিমুলতাইর ও মোনারপাড়া গ্রামের লোকজন যমুনার শাখা নদী থেকে বালু উত্তোলন বিষয়ে কয়েকজন ভূমিদস্যুর বিরুদ্ধে অভিযোগ দিতে উপজেলা কার্যালয়ে উপস্থিত হয়। খবর পেয়ে অভিযুক্ত ভূমিদস্যু মোবারক, ফারুক ও জুয়েল উপজেলা পরিষদে আসে। এ সময় তারা ইউএনও এবং অভিযোগকারী গ্রামবাসীদের উপর চড়াও হয়। অফিসের কর্মচারীরা তাদের আটকের চেষ্টা করলে দুইজন পালিয়ে যায়। পরে জুয়েল মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।

(ঢাকাটাইমস/২৪জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা