গাজীপুরে প্রশ্ন ফাঁস চক্রের দুজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২৫

প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়ি থাকার অভিযোগে শ্রীপুর উপজেলার যোগীরসিট এলাকা থেকে কোচিং সেন্টারের শিক্ষকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন ব্যক্তিরা হলেন যোগীরসীট গ্রামের আবুল হাসেমের ছেলে রফিকুল ইসলাম ও শুকুর আলীর ছেলে আকরাম হোসেন।

র‌্যবের ভাষ্য, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এসএসসি, জেএসসি ও পিইসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত। জিজ্ঞাসাবাদে তারা এ তথ্য স্বীকার করেছে।

র‌্যাব-১-এর পোড়াবাড়ি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, বৃহস্পতিবার রাতে যোগীরসিট এলাকায় প্রশ্ন ফাঁস চক্রের কতিপয় সদস্য অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানে রফিকুল ইসলাম ও আকরাম হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে প্রশ্নপত্র ফাঁসে ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে প্রশ্নপত্র ফাঁসের কাজে মোবাইল ফোন দুটির সংশ্লিষ্টতা পাওয়া গেছে জানান র‌্যাব কর্মকর্তা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম জানান, তিনি গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। পাশাপাশি নিজের মালিকানাধীন কোচিং সেন্টারে শিক্ষকতা করেন।

র‌্যাব জানায়, রফিকুল ও আকরাম বিভিন্ন লিংক থেকে প্রশ্নপত্র ডাউনলোড করে ফেসবুকে পোস্ট দিতেন এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে টাকা নিয়ে তাদের প্রশ্ন বিতরণ করতেন।

(ঢাকাটাইমস/১ফেব্রুয়ারি/ওআর/মোআ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :