নিশো-মেহজাবিনের ‘শহরে বসন্ত’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫২ | প্রকাশিত : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫০

বউকে ঘরে তালা দিয়ে রেখে অফিস করেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। সম্প্রতি এমন এক কা-ই ঘটিয়েছেন তিনি। তবে সেটি বাস্তবে নয়। ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত ‘শহরে বসন্ত’ নাটকে এমন একটি দৃশ্যে দেখা যাবে নিশোকে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী।

নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। পরিচালনা করেছেন সোহেল রানা ইমন। জেএমআর এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করছেন রায়হান রিপন। এছাড়া নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন রিপন মিয়া।

নাটকের গল্প সম্পর্কে পরিচালক সোহেল রানা ইমন ঢাকা টাইমসকে বলেন, ‘গ্রামের এক চঞ্চল মেয়ে মেহজাবিনকে বিয়ে করেন নিশো। চাকুরির সুবাদে বউকে নিয়ে আসেন ঢাকায়। নিশো নির্লিপ্ত একটা মানুষ। সামান্য বেতনে বেসরকারি অফিসে চাকুরী করেন। প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে করেননি এতদিন। তাকে জোর করে বিয়ে দেন তার এক দূর সম্পর্কের ফুপুর পছন্দ করা পাত্রীর সঙ্গে।’

‘বাসার মালিক, অফিসের কলিগ বউ দেখতে চাইলে নিশো দেখাতে চায় না। সংকোচ বোধ করেন। দ্বিধা লাগে তার। বউয়ের সঙ্গেও ঠিকঠাক কথা বলতে চায় না। এদিকে বউয়ের আবার শহর দেখার অনেক শখ। তার বউ জেদ করে শহর দেখতে চায়। কিন্তু নিশোর আশঙ্কা হয়, বউ যদি পালিয়ে গ্রামে চলে যায়। এ জন্য সে অফিস যাওয়ার সময় ঘরে তালা দিয়ে যায়।’

‘এভাবে কিছুদিন যাওয়ার পর বউয়ের অস্থির লাগতে শুরু করে। যদিও নিশো তার বউকে সত্যি সত্যি ভালোবাসে। কিন্তু সেটা বউয়ের সামনে প্রকাশ করতে পারে না। সংকোচ লাগে তার। বউকে তালা দিয়ে যাওয়ার জন্য বাড়ির মালিক নিশোকে শাসায়। তাই একদিন ঘরে তালা দেয় না নিশো। আর সেদিনই তার বউ ঘর থেকে পালিয়ে যায়। যেন একটা স্বাধীন মুক্ত পাখি। নিশো খুঁজতে যায় না। এই শহরে কোথায় খুঁজবে তাকে! সেদিন তার বউ ঘরে ফেরে অনেক রাতে। বাড়ির মালিকের সঙ্গে দেখা হওয়ার পর সে-ই তাকে বাসায় নিয়ে আসে।’

‘একসময় নিশো তার বউকে গ্রামে রাখার জন্য বাস কাউন্টারে যায়। সে আর তার বউকে শহরে রাখবে না। এই দিকে গ্রামের চঞ্চল মেয়েটা যে স্বামীকে মনের অজান্তেই অনেক ভালোবেসে ফেলেছে যা নিজেও বুঝতে পারেনি। অন্যদিকে নিশোও যে অনেক ভালোবাসে তাকে সেটাও তার সামনে প্রকাশ হয়নি।

‘নিশো টিকেট এনে দেখে তার বউ নেই। আবারও পালিয়েছে। নিশো হতাশ হয়ে পড়ে এবার! উদ্ভ্রান্তের মতো বউকে খুঁজতে খুঁজতে সে ক্লান্ত। শেষে তাকে না পেয়ে যখন হতাশ হয়ে ঘরে ফেরে তখন দেখা যায় দরজার সামনে বসে আছে তার বউ। নিশোর সমস্ত ভালোবাসা যেন আজই প্রকাশ পায়।’

সম্প্রতি নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। চলছে স¤পাদনার কাজ। ভালোবাসা দিবসে একটি বেসরকারি টেলিভিশনে এটি প্রচার করা হবে বলে জানান নির্মাতা সোহেল রানা ইমন।

ঢাকাটাইমস/১০ ফেব্রুয়ারি/আরআর/এএইচ

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :