সংসদে যাচ্ছেন সালমা ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১২| আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৭
অ- অ+

নির্বাচনের দিন ভোটের লড়াই থেকে সরে দাঁড়ালেও সংসদে যাওয়ার সুযোগ পাচ্ছেন জাতীয় পার্টির নেত্রী সালমা ইসলাম। সংরক্ষিত নারী আসনে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি যে চারজনকে মনোনয়ন দিয়েছে তাদের মধ্যে আছে সালমা ইসলামের নাম।

সোমবার জাপা থেকে মনোনয়ন পাওয়া চারজন নির্বাচন কমিশন সচিবালয়ে রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জাতীয় পার্টির মনোনীত বাকি তিনজন হলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

মনোনয়পত্র দাখিলের সময় দলের কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুলের স্ত্রী সালমা ইসলাম দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আবদুল মান্নানকে পরাজিত করেন। এবারের নির্বাচনে জাতীয় পার্টি মহাজোটের হয়ে নির্বাচন করলেও ঢাকা-১ আসনটি উন্মুক্ত থাকে। এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পান বিশিষ্ট শিল্পপতি সালমান এফ রহমান। এই আসনে বিএনপির প্রার্থী না থাকায় সালমা ইসলামের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল। তবে নির্বাচনের দিন কারচুপি ও অনিয়মের নানা অভিযোগ এনে ভোটের লড়াই থেকে সরে দাঁড়ান সালমা ইসলাম।

(ঢাকাটাইমস/১১ফেব্রুয়ারি/বিইউ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুনে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ: ক্রাইমে উত্তরা, গোয়েন্দা লালবাগ
জনতা ব্যাংকে বিকাশের মাধ্যমে রেমিটেন্স পরিশোধের কার্যক্রম উদ্বোধন
আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধীদের কঠোরভাবে দমন করতে হবে: ডিএমপি কমিশনার
খানসামায় পাটক্ষেত থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা