বেঁচে আছেন সুরেশ রায়না

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৪৭

সড়ক দুর্ঘটনায় সুরেশ রায়না মারা গেছেন- সম্প্রতি এমন খবর ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়ায়। খবরটি পুরোপুরিই ভুয়া। তবু বেঁচ যে আছেন, তা সবাইকে বিশ্বাস করাতে শেষতক টুইটারে পোস্ট করতে হল রায়নাকে।

টুইটারে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে রায়না লিখেন, ‘গত কয়েকদিন ধরে ইন্টারনেট দুনিয়ায় গাড়ি দুর্ঘটনায় আমার মারা যাওয়ার ভুয়া খবর ছড়িয়েছে। এ গুজব আমার পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধবদের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দয়া করে, এসব ভুয়া খবর এড়িয়ে চলুন। ঈশ্বরের কৃপায় আমি সত্যিই ভালো আছি। যেসব ইউটিউব চ্যানেল ও সংবাদমাধ্যম এসব প্রচার করেছে, আশা করি শিগগিরই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন রায়না। দেশের হয়ে ২২৬টি ওয়ানডে আর ১৮টি টেস্ট খেলেছেন এই বাঁহাতি অলরাউন্ডার। জাতীয় দলের জার্সিতে সর্বশেষ গত বছরের জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি।

(ঢাকাটাইমস/১৪ ফেব্রুয়ারি/এবিএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :