সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন সম্ভব হয়নি: মুক্তিযুদ্ধ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৫| আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৮
অ- অ+

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক এমপি বলেছেন, দশ বছর ক্ষমতায় থেকেও তেমনভাবে বাংলা ভাষার প্রচলন করা সম্ভব হয়নি। বাংলা ভাষার ব্যাপক প্রচলনে সবাইকে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

মন্ত্রী নেত্রকোণায় সপ্তাহব্যাপী বই মেলা উদ্বোধনকালে এই মন্তব্য করেন।

শনিবার রাতে শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে জেলা প্রশাসন আয়োজিত বইমেলার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক মঈন উল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান এমপি ।

এসময় মন্ত্রী বলেন, মেলা থেকে সন্তানদের জন্যে একটা দুইটা হরেও বই কিনে দেন। আগামী প্রজন্মকে পরিপূর্ণ মানুষ করতে এই বই সহায়ক হবে। পরে তিনি মেলার স্টল ঘুরে দেখেন।

জেলা প্রশাসক জানান, মেলায় ২২টি বইয়ের স্টল বসেছে। প্রতিদিন মেলা মঞ্চে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা সভা।

ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/ওআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
অতিরিক্ত সচিব আরিফুজ্জামানসহ ৩ জনকে ওএসডি
যশোরে পূর্ব শত্রুতার জেরে যুবক খুন 
স্ট্যান্ডার্ড ব্যাংকের অর্ধ বার্ষিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা